দৃষ্টিহীন ও ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিক্ষার্থীদের পাঠক্রম উল্লেখ করাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks
উত্তর:-
দৃষ্টিহীন ও ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন শিক্ষার্থীদের পাঠক্রম : দৃষ্টিহীন এবং ব্যাহত দৃষ্টিশক্তিসম্পন্ন ছেলেমেয়েরা স্বাভাবিক ছেলেমেয়েদের মতাে সাধারণধর্মী এবং বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা—দুই-ই গ্রহণ করতে পারে | দৃষ্টিহীন ছেলেমেয়েরা বেশিরভাগ জ্ঞান স্পর্শ ও শ্রবণের মাধ্যমে অর্জন করে। তাই এই দুটি মাধ্যমকে আরও বেশি সংগঠিত ও পরিকল্পিত করতে হবে | এদের পাঠক্রমে চার ধরনের বিষয়কে স্থান দেওয়া হয়। যেমন—
[1] প্রধান বা মূল বিষয় : দৃষ্টিহীন শিক্ষার্থীরা ব্রেইল পদ্ধতির মাধ্যমে শিক্ষালাভ করে থাকে। এজন্য শুরুতেই তাদের ব্রেইল পাঠ এবং ব্রেইল পদ্ধতিতে লেখা শেখানাের ব্যবস্থা করা হয়।
[2] সাধারণ বিষয়: সাধারণ বিষয়, যেমন—সাহিত্য ও ভাষা, বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগােল প্রভৃতি ছাড়াও দৃষ্টিহীন ছেলেমেয়েদের ব্যক্তিগত স্বাথ্যাভ্যাস গড়ে তােলার জন্য স্বাস্থ্যবিজ্ঞান চর্চার ব্যবস্থা করা হয়। এমনকি তাদের শারীরিক গঠনের যথাযথ বিকাশ ঘটানাের জন্য শারীরশিক্ষার পাঠদানের ব্যবস্থা থাকে।
[3] সহপাঠক্রমিক বিষয়: দৃষ্টিহীন ছেলেমেয়েদের মানসিক বিকাশের ক্ষেত্রে সহ-পাঠক্রমিক কার্যাবলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই গানবাজনা, চারুশিল্প, হস্তশিল্প প্রভৃতি বিষয়ে উৎসাহদানের ব্যবস্থা থাকে।
[4] অতিরিক্ত বিষয় : দৃষ্টিহীন ছেলেমেয়েদের স্বাভাবিক ছেলেমেয়েদের মতাে দক্ষ করার জন্য ব্রেইল, অ্যাবাকাস (গণনার উপকরণ), প্রাত্যহিক জীবনযাপনের শিক্ষা, ইন্দ্রিয়মূলক প্রশিক্ষণ প্রভৃতির ব্যবস্থা করা হয়। দৃষ্টিহীন ছেলেমেয়েদের শিক্ষার প্রধান বিষয় হিসেবে ব্রেইল লেখা এবং পড়ার ওপর বিশেষ নজর দেওয়া হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।