Due to viral fever you were unable to attend classes for a few days. Write a letter or an application to the headmaster for leave of absence. [ভাইরাস ঘটিত জ্বরের কারণে তুমি কয়েকদিন ক্লাসে থাকতে পারনি। অনুপস্থিতির ছুটি মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি বা দরখাস্ত লেখাে।]
Ans:-
TO
The Headmaster
XYZ Institution
Kolkata-700 009
Sub: Leave of Absence
Sir, Most respectfully I beg to state that I could not attend school from 23 to 26 August, 2017 because of viral fever. A medical certificate is attached along with this leave application in support of my case. I, therefore, pray to you to grant me leave of absence for the mentioned days and oblige.
Dated: 28.08.19
Kolkata
Yours obediently,
Apurba Kar
Class X, Roll No.-7
বিষয়: অনুপস্থিতিজনিত ছুটি
মহাশয়, অত্যন্ত শ্রদ্ধা সহকারে আমি জানাতে চাই যে ভাইরাস ঘটিত জ্বরের কারণে আমি ২৩ থেকে ২৬ আগস্ট স্কুলে আসতে পারিনি। আমার আর্জির সমর্থনে এই ছুটির দরখাস্তের সঙ্গে চিকিৎসাসংক্রান্ত শংসাপত্র দেওয়া হল। তাই আমি আপনার কাছে প্রার্থনা জানাই যে উল্লিখিত দিনগুলাের জন্য আমার ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করুন।
তারিখ: ২৮.০৮.১৯
কলকাতা
আপনার অনুগত,
অপূর্ব কর
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।