Class 7 Class 7 Bengali দুটি গানের জন্মকথা প্রশ্ন উত্তর | Class 7 Bengali | Duti Ganer Jonmokotha Question Answer | Wbbse

দুটি গানের জন্মকথা প্রশ্ন উত্তর | Class 7 Bengali | Duti Ganer Jonmokotha Question Answer | Wbbse

এখানে সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ের দুটি গানের জন্মকথা প্রশ্ন উত্তর তুলে ধরা হয়েছে। হাতে-কলমে বিভাগের সমস্ত প্রশ্নগুলোর সহজ ও স্পষ্ট উত্তর এখানে দেওয়া হয়েছে, এই উত্তরগুলো পড়লে তোমরা পরীক্ষাতে ভালো ফল পাবে। আশা করি সবার ভালো লাগবে।

দুটি গানের জন্মকথা


দুটি গানের জন্মকথা প্রশ্ন উত্তর

১. সংক্ষিপ্ত উত্তর দাও :

১.১ ভারতবর্ষের জাতীয় সংগীতটি কোন উপলক্ষে প্রথম গাওয়া হয়েছিল?
উত্তর :
১৯১১ সালের ২৬ থেকে ২৮শে ডিসেম্বর কলকাতায় ‘ভারতের জাতীয় কংগ্রেস’ এর ২৬ তম বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের জাতীয় সংগীতটি প্রথম গাওয়া হয়েছিল।

১.২ ‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সংগীতটির কোন পরিচয় দেওয়া হয়েছিল?
উত্তর :
‘তত্ত্ববোধিনী’ পত্রিকায় ভারতবর্ষের জাতীয় সংগীতটিকে ‘ব্রহ্মসংগীত’ বলে পরিচয় দেওয়া হয়েছিল।

১.৩ রবীন্দ্রনাথ ‘জনগণমন’র যে ইংরাজি নামকরণ করেন সেটি লেখো।
উত্তর :
রবীন্দ্রনাথ ঠাকুর ‘জনগণমন’র যে ইংরেজি নামকরণ করেন সেটি ‘The Morning Song of India’ ।

১.৪ ভারতবর্ষের জাতীয় মন্ত্রটি কী? সেটি কার রচনা?
উত্তর :
ভারতবর্ষের জাতীয় মন্ত্র ‘বন্দেমাতরম্’। এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা ।

১.৫ জাতীয় মন্ত্রের প্রথম চারটি পক্তি শিক্ষকের থেকে জেনে খাতায় লেখো।
উত্তর :

বন্দেমাতরম্ ।
সুজলাং সুফলাং মলয়জশীতলাম্
শস্যশ্যামলাং মাতরম্ ।।
শুভ্র-জ্যোৎস্না-পুলকিত-যামিনীম্‌
ফুল্লকুসুমিত-দ্রুমদলশোভিনীম্‌
সুহাসিনীং সুমধুরভাষিণীম্‌
সুখদাং বরদাং মাতরম্ ।।

📝Class 7 বাংলা অন্যান্য অধ্যায়ের প্রশ্নোত্তর

২. টীকা লেখো :

জাতীয় সংগীত, মাঘোৎসব, বিশ্বভারতী, পুলিনবিহারী সেন, ডা. নীলরতন সরকার।

উত্তর :

জাতীয় সংগীত : মাঘোৎসব, বিশ্বভারতী, পুলিনবিহারী সেন, ডা. নীলরতন সরকার। জাতীয় সংগীত – জাতীয় সংগীত রাষ্ট্রীয় ভাবে স্বীকৃত গান। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠান উপলক্ষে ও জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এই গান গাওয়া হয় অথবা এর সঙ্গীত বাজানো হয়। জাতীয় সঙ্গীতে একটি জাতির আশা আকাঙ্ক্ষা ও গৌরবের প্রতিফলন ঘটে। ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’। গানটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।

মাঘোৎসব : রাজা রামমোহন রায় প্রবর্তিত ব্রাহ্ম ধর্মাবলম্বীদের বাৎসরিক উৎসব মাঘোৎসব। প্রতি বছর মাঘ মাসের ১১ তারিখে অনুষ্ঠিত হয় এই উৎসব। ১৮২৮ সালে ২০ আগষ্ট (৬ ভাদ্র) রামমোহনের উদ্যোগে ব্রাহ্ম মতাদর্শের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে, উত্তর কলকাতার বাঙালি খ্রিষ্টান কমল বোসের বাড়িতে একটি ‘ধর্মসভা’র আয়োজন করেন। এই সভার নামকরণ করা হয়েছিল ‘ব্রাহ্মসভা’।১৮৩০ খ্রিষ্টাব্দের ২৩শে জানুয়ারি (১১ই মাঘ), রাজা রামমোহন রায়ের উৎসাহে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একটি অনুষ্ঠানের ভিতর দিয়ে ব্রাহ্মসমাজের ঘোষণা দেন। পরে এই বিশেষ দিনকে ব্রাহ্ম ধর্মাবলম্বীরা ‘মাঘোৎসব’ হিসেবে পালন করা শুরু করেন।

বিশ্বভারতী : ১৯০১ সালের ডিসেম্বরে (৭ পৌষ ১৩০৮ বঙ্গাব্দ) বোলপুরেরনিকটস্থ শান্তিনিকেতন আশ্রমে রবীন্দ্রনাথ “ঠাকুর”ব্রহ্মচর্যাশ্রম” নামে একটি বিদ্যালয় স্থাপন করেছিলেন। এই বিদ্যালয়ের উদ্দেশ্য ছিল প্রচলিত বৃত্তিমুখী অপূর্ণাঙ্গ শিক্ষার পরিবর্তে ব্যবহারিক শিক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ মনোবিকাশের সুযোগদান। রবীন্দ্রনাথ প্রাচীন ভারতেরতপোবন বিদ্যালয় থেকে এই বিদ্যালয়ের আদর্শটি গ্রহণ করেন। বর্তমানে এটি ‘বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়’ নামে পরিচিত।

পুলিনবিহারী সেন : পুলিনবিহারী সেন খ্যাতনামা রবীন্দ্র বিশারদ। তিনি নিরবচ্ছিন্নভাবে, পরম নিষ্ঠার সঙ্গে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে রবীন্দ্রচর্চা ও গবেষণায় এক অসামান্য দৃষ্টান্ত রেখে গেছেন। দিনেন্দ্রনাথ ঠাকুর যেমন রবীন্দ্র সঙ্গীতের ভাণ্ডারী ছিলেন, পুলিনবিহারী ছিলেন রবীন্দ্র রচনা ও সাহিত্যের ভাণ্ডারী। পুলিনবিহারী রবীন্দ্রনাথের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। তাদের মধ্যে নানান বিষয়ে পত্রালাপ চলত।

ডা. নীলরতন সরকার : ডা. নীলরতন সরকার জন্মগ্রহণ করেন দক্ষিণ চব্বিশ পরগণার নেতড়াতে ১৮৬১ খ্রিষ্টাব্দের ১ অক্টোবর । তিনি ছিলেন বিখ্যাত চিকিৎসক ও শিক্ষাবিদ । তিনি বহু শিক্ষাসংস্থা এবং গবেষণামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন এবং এগুলি স্থাপনে সহযোগিতা করেছিলেন । তিনি একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন এবং শিল্পস্থাপনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন । তাঁর নামেই ‘নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল’ এর নামকরণ করা হয়েছে।

৩. নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো :

৩.১ ‘জনগণমন’কে জাতীয় সংগীত রূপে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল কেন? রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সেই বিরোধিতার অবসান কীভাবে ঘটেছিল?
উত্তর :
‘জনগণমন’ গানটিকে ভারতের জাতীয় সংগীত হিসেবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন, গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। একারণেই জাতীয় সংগীত রূপে ‘জনগণমন’ গানটি গ্রহণ করতে বিরোধিতা করা হয়।

বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিনবিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান, কোনো এক রাজসরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাঁকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। রবীন্দ্রনাথ আসলে এই গানের মাধ্যমে ভারতভাগ্যবিধাতার জয় ঘোষণা করেছেন। রবীন্দ্রনাথের মতে জনগণের অন্তর্যামী পথপরিচায়ক, যুগযুগান্তরের মানবভাগ্যরথচালক পঞ্চম বা ষষ্ঠ কোনো জর্জই হতে পারেন না। এভাবেই রবীন্দ্রনাথের ব্যাখ্যায় সমস্ত বিরোধের অবসান ঘটেছিল।

৩.২ ‘রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন।’ — ১৯১১ খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে রবীন্দ্রনাথ কীভাবে এই গানটি ব্যবহার করেন?
উত্তর :
১৯১১ সালের পরবর্তী সময়ে দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে ১৯১৯ সালে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন মদনপল্লী। সেখানকার ‘থিয়সফিক্যাল কলেজ’ এর অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ. কাজিন্স তাঁর সম্মানে এক সভার আয়োজন করেন। সেই সভায় রবীন্দ্রনাথ গেয়েছিলেন ‘জনগণমন’। ১৯৩০ সালের সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে সোভিয়েট রাশিয়া গিয়েছিলেন। মস্কোয় ‘পায়োনিয়ার্স কমিউন’ এ অনাথ বালক বালিকারা তাঁকে অভ্যর্থনা জানায়। সেখানেও কবিকে গান গাইতে অনুরোধ করলে তিনি ‘জনগণমন’ গানটি শুনিয়েছিলেন।

আরো পড়ুন

ছন্দে শুধু কান রাখো কবিতার প্রশ্ন উত্তর | অজিত দত্ত | Chonde Sudhu Kan Rakho Question Answer

বঙ্গভূমির প্রতি কবিতার প্রশ্ন উত্তর | মাইকেল মধুসূদন দত্ত | Bongobhumir Proti Question Answer

পাগলা গণেশ প্রশ্ন উত্তর | শীর্ষেন্দু মুখোপাধ্যায় | Pagla Ganesh Class 7 Question Answer

একুশের কবিতা প্রশ্ন উত্তর | আশরাফ সিদ্দিকী | Ekusher Kobita Question Answer

আত্মকথা রামকিঙ্কর বেইজ প্রশ্ন উত্তর | Attokotha Class 7 Question Answer

আঁকা লেখা কবিতার প্রশ্ন উত্তর | মৃদুল দাশগুপ্ত | Class 7 Bengali Aka Lekha Question Answer

খোকনের প্রথম ছবি প্রশ্ন উত্তর | বনফুল | Khokoner Prothom Chobi Question Answer

কার দৌড় কদ্দুর প্রশ্ন উত্তর | শিবতোষ মুখোপাধ্যায় | Class 7 Bengali Kar Dour Koddur Question Answer

কাজী নজরুলের গান রামকুমার চট্টোপাধ্যায় প্রশ্ন উত্তর | Class 7 Bengali Kaji Nojruler Gaan Question Answer

নোট বই কবিতার প্রশ্ন উত্তর | সুকুমার রায় | Note Boi Sukumar Roy Question Answer

মেঘ চোর গল্পের প্রশ্ন উত্তর | সুনীল গঙ্গোপাধ্যায় | Class 7 Bengali Megh Chor Question Answer

দুটি গানের জন্মকথা প্রশ্ন উত্তর | Class 7 Bengali | Duti Ganer Jonmokotha Question Answer

ভানুসিংহের পত্রাবলি প্রশ্ন উত্তর | রবীন্দ্রনাথ ঠাকুর | Bhanusingher Potraboli Question Answer

চিরদিনের কবিতার প্রশ্ন উত্তর | সুকান্ত ভট্টাচার্য | Class 7 Bengali Chirodiner Question Answer

ভারততীর্থ কবিতার প্রশ্ন উত্তর | রবীন্দ্রনাথ ঠাকুর | Bharat Tirtha Question Answer

স্মৃতিচিহ্ন কামিনী রায় প্রশ্ন উত্তর | Class 7 Bengali Smriti Chinha Question Answer

রাস্তায় ক্রিকেট খেলা গল্পের প্রশ্ন উত্তর | মাইকেল অ্যানটনি | Rastay Cricket Khela Question Answer

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment