Education শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষ  করাে | এর মধ্যে কোনটি সর্বোত্তম

Education শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষ  করাে | এর মধ্যে কোনটি সর্বোত্তম 7 + 1   Class 11 | শিক্ষার ধারণা ও লক্ষ্য (Education) 8 Marks

Ans:

‘Education” শব্দের ব্যুৎপত্তিগত অর্থ : ‘Education’ শব্দের উৎপত্তি কোন্ শব্দ থেকে হয়েছে, তা নিয়ে বিভিন্ন ধরনের মত রয়েছে। এখানে কয়েকটি মত উল্লেখ করা হল : 

(i) Education শব্দটি লাতিন শব্দ Educare থেকে নেওয়া হয়েছে। Educare-এর অর্থ লালনপালন করা বা পরিচর্যা করা বা জাগরিত করা। 

(ii) Education শব্দটি লাতিন শব্দ Educere থেকে নেওয়া হয়েছে। Educere-এর অর্থ নিষ্কাশন করা বা নির্দেশনা দেওয়া।

(iii) Education শব্দটি লাতিন শব্দ ‘Educatum থেকে  নেওয়া হয়েছে। Educatum-এর অর্থ শিক্ষাদানের কাজ। 

(iv) Education শব্দটি লাতিন শব্দ Educo থেকে নেওয়া হয়েছে। Educo-এর অর্থ বাইরে নিয়ে আসা।

(v) Education শব্দটি লাতিন শব্দ ‘Educatus’ থেকে নেওয়া হয়েছে। Educatus-এর অর্থ প্রতিপালন করা। 

(vi) Education শব্দটি লাতিন শব্দ Educatio থেকে নেওয়া হয়েছে। Educatio-এর অর্থ আচার-আচরণ, লালনপালন ইত্যাদি। 

Education শব্দের বাংলা অর্থ শিক্ষা। শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত বিশ্লেষণ করলে দেখা যায়—এটি সংস্কৃত শব্দ ‘শিক্ষ’ ধাতু থেকে নেওয়া হয়েছে। এর অর্থ বিদ্যা’ বা জ্ঞান অর্জন করা। 

Education শব্দের অপর একটি অর্থ বিদ্যা। বিদ্যা’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণ করলে দেখা যায়, বিদ্যা’ শব্দটি সংস্কৃত ‘বি’ ধাতু থেকে নেওয়া হয়েছে। বিদ’ ধাতুর অর্থ জানা’ বা ‘জ্ঞান অর্জন করা।

উপরােক্ত ব্যাখ্যাগুলির কোনাে একটিকে সর্বোত্তম বলা যাবে । শিক্ষার মধ্যে প্রতিটি প্রক্রিয়াই লক্ষ করা যায়। তাই বলা যায়—এগুলির সমন্বিত রূপ হল শিক্ষা। এককভাবে কোনাে অর্থই শিক্ষাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। তাই কোন অর্থটি সর্বোত্তম—এই প্রশ্নটি অপ্রাসঙ্গিক।

উপসংহারে এই কথা বলা যায় Education বা “শিক্ষা’ শব্দের ব্যুৎপত্তি যাই হােক-না-কেন, বিবেকানন্দের মতামতকে অনুসরণ করে বলা যায় এডুকেশন বা শিক্ষা হল মানুষের মধ্যে যে সত্তা অন্তর্নিহিত থাকে, তার পরিপূর্ণ বিকাশ সাধন। গীতা-র বাণী উল্লেখ করে বলা যায়–ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে’ অর্থাৎ এই ধরণিতে জ্ঞানের চেয়ে পবিত্ৰতর আর কিছুই হতে পারে না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment