একত্রে বসবাসের শিক্ষা বলতে কী বােঝ? এর তাৎপর্য উল্লেখ কবাে। 1+3
অথবা, একত্রে বসবাসের জন্য শিক্ষা’-র তাৎপর্য আলােচনা করাে।
অথবা, একত্রে বসবাসের জন্য শিক্ষা’ আলােচনা করাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks
উত্তর:-
একত্রে বসবাসের শিক্ষা : একত্রে বসবাস করার শিক্ষা বলতে পরস্পর মিলেমিশে থাকার শিক্ষাকে বােঝানাে হয়। বিশ্বের সমস্ত মানুষকে একসূত্রে বাঁধার আদর্শে গঠিত এই শিক্ষা মানুষের মন থেকে হিংসা, বিদ্বেষ দূর করে তাকে বিশ্বভ্রাতৃত্বের পথে অগ্রসর হওয়ার প্রেরণা জোগায়। এই শিক্ষার মূল উদ্দেশ্য হল সম্প্রদায় ও জাতিগত ক্ষুদ্রতা থেকে ব্যক্তিকে মুক্ত করে পারস্পরিক সহযােগিতার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া। এই উদ্দেশ্যকে বাদ দিলে অন্যান্য শিক্ষা অর্থহীন। এর অভাবে মানুষে মানুষে সংঘাত, গৃহযুদ্ধ, মানবিকতার অবক্ষয় এবং অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি পায়।
একত্রে বসবাসের শিক্ষার তাৎপর্য: একত্রে বসবাসের বা বেঁচে থাকার শিক্ষার তাৎপর্য নীচে উল্লেখ করা হল—
[1] শান্তিপূর্ণ সহাবস্থান: হিংসা, পরশ্রীকাতরতা, আত্ম-সর্বস্বতা, অসুস্থ প্রতিযােগিতা ইত্যাদিকে দূর করে প্রেম, ভালােবাসা, সহযােগিতা, সহমর্মিতাকে জাগ্রত করা এবং সহাবস্থানের মানসিকতাকে বিকশিত করা—পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন। একত্রে বেঁচে থাকার শিক্ষা এই মানসিকতাকেই উৎসাহিত করে।
[2] ঐক্যবোধ : ধর্ম, বর্ণ, জাতি, লিঙ্গ, ভাষাগত পার্থক্য সত্ত্বেও মানুষের মধ্যে যে ঐক্য বর্তমান তার ওপর গুরুত্ব দিতে হবে| ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’—এই দর্শনই জীবনে চলার পথে দিশা হবে।
[3] অন্যদের প্রতি শ্রদ্ধার মনােভাব: সার্থক এবং লাভজনকভাবে বেঁচে থাকতে হলে পারস্পরিক নির্ভরশীলতাকে বুঝতে হবে। এর মধ্যে দিয়ে আমরা একে অন্যের প্রয়ােজনীয়তাকে বুঝতে পারব এবং পরস্পরকে শ্রদ্ধা করতে শিখব।
[4] আন্তর্জাতিকতাবােধ: দুটি বিশ্বযুদ্ধের বীভৎসতা, নির্মমতা, লােকক্ষয়, আর্থিক ক্ষয় দেখে সভ্য মানুষ শিউরে ওঠে৷ যুদ্ধের বিরুদ্ধে আন্দোলনের প্রধান হাতিয়ার হিসেবে আন্তর্জাতিকতাবােধ অর্থাৎ বিশ্বশান্তি, বিশ্বভ্রাতৃত্ববােধ, বিশ্বনাগরিকতা ইত্যাদি গুরুত্ব পেতে থাকে। আন্তর্জাতিকতাবােধের বিকাশের জন্য যে সমস্ত গুণের প্রয়ােজন, যেমন— মানবিকতা, সামাজিক ন্যায়বিচার, শান্তি, স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদির বিকাশ শিক্ষার মধ্যে দিয়েই সম্ভব আর এই শিক্ষা হল একত্রে বেঁচে থাকার শিক্ষা।
ওপরের আলােচনা থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, জীবনব্যাপী শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল ‘একত্রে বেঁচে থাকার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।