Uncategorized একসংকর জনন বা মনােহাইব্রিড ক্রস কাকে বলে ? মেন্ডেলের একসংকর পরীক্ষাটি চেকার বাের্ডের সাহায্যে ব্যাখ্যা করাে।

একসংকর জনন বা মনােহাইব্রিড ক্রস কাকে বলে ? মেন্ডেলের একসংকর পরীক্ষাটি চেকার বাের্ডের সাহায্যে ব্যাখ্যা করাে।

প্রশ্ন: একসংকর জনন বা মনােহাইব্রিড ক্রস কাকে বলে ? মেন্ডেলের একসংকর পরীক্ষাটি চেকার বাের্ডের সাহায্যে ব্যাখ্যা করাে।

উত্তর:  একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যসম্পন্ন একই প্রজাতির দু’টি জীবের মধ্যে সংকরায়ণকে একসংকর বা মনােহাইব্রিড ক্রস বলে।

মেন্ডেল একসংকর জননের পরীক্ষার জন্য খাঁটি লম্বা (TT) এবং খাঁটি বেঁটে (tt) মটর গাছ নিয়েছিলেন। এদের কৃত্রিমভাবে ইতর পরাগযােগ ঘটানাের ফলে উৎপন্ন বীজ থেকে যে গাছগুলি (F1 ) হয় সেগুলি সবই লম্বা বৈশিষ্ট্যযুক্ত যাদের জিনােটাইপ হলাে Tt । F1 জনুর গাছগুলির মধ্যে স্বরাগযােগ ঘটানাে হলে, F2 -তে যে গাছগুলি উৎপন্ন তার মধ্যে তিনভাগ লম্বা এবং একভাগ বেঁটে বৈশিষ্ট্য সম্পন্ন। কিন্তু এদের জিনােটাইপ একভাগ খাঁটি লম্বা (TT), দুইভাগ সংকর লম্বা (Tt) এবং একভাগ বেঁটে (tt) মটরগাছ দেখা যায়। 

F2 জনুর ফিনােটাইপ ও জিনােটাইপ অনুপাত হলাে যথাক্রমে 3:1 ও 1:2:1

ফিনােটাইপঅনুপাতজিনােটাইপ অনুপাত 
লম্বা3TT,Tt1,2
বেঁটে1tt1

চিত্র : একসংকর জনন পরীক্ষার ফল

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment