Bengali Bangla Prabandha Rachana একটি কলমের আত্মকথা প্রবন্ধ রচনা | Class 10 | Class 12 | Ekti Kolomer Attokotha in Bengali

একটি কলমের আত্মকথা প্রবন্ধ রচনা | Class 10 | Class 12 | Ekti Kolomer Attokotha in Bengali

প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আর্টিকেলে আমরা একটি কলমের আত্মকথা প্রবন্ধ রচনা নিয়ে আলোচনা করেছি। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রায়ই আত্মকথা বিষয়ক একটি রচনা দেখতে পাওয়া যায়। তাই এখানে সুন্দর ভাবে পয়েন্ট করে রচনাটি লিখে দেওয়া হল, আশা করি সবার ভালো লাগবে।

একটি কলমের আত্মকথা

আমি এক ছোট্ট কলম, লেখাই আমার প্রাণ,
মানুষের ভাবনা লিখি, জ্ঞানের করি দান।
কখনো কবির কবিতা, কখনো গায়কের গান,
আমার কালিতে বেঁধে রাখে মানুষের স্বপ্ন-প্রাণ।
— চন্দ্রনাথ দাস

🔹ভূমিকা :

আমি একটি ছোট্ট কলম। এতকাল আমি অন্যের কথা লিখেছি, তাদের সুখ-দুঃখের কথা লিখেছি, উত্তর লিখেছি ছাত্রছাত্রীর পরীক্ষার খাতায়। ডাক্তার, উকিল, মাস্টার, কেরানী, জজ- ব্যারিষ্টার আমাকে দিয়ে লিখিয়েছেন কত বিচিত্র বিষয়ে। কবি-লেখকদের কবিতা, গান, উপন্যাস, নাটক ইত্যাদি রচনার মাধ্যমে তাদের মনের ভাষা প্রকাশের মাধ্যম হলাম আমি। আমার সারাটা জীবন আমি সবার মনের কথা লিখলাম কিন্তু কেউ আমার কথা লিখল না। হয়তো আমি নিতান্তই ভাষাহীন তাই শুধুই সকলের ব্যবহারযোগ্য, তবুও আমারও তো জীবন বলে একটা কিছু আছে তাই আজ আমি আমার আত্মকথাই শোনাবো।

🔹জন্মবৃত্তান্ত :

আজকের এই ডট কম যুগে কলমের চল ধীরে ধীরে হ্রাস পেলেও কলম কিন্তু সমুহিমায় আছে ইতিহাস জুড়ে। এর সাথে কালি বা দোয়াতের ব্যবহারও আজ নেই বললেই চলে, জায়গা করে নিয়েছে বল পেন। মধ্যযুগে কাগজ আবিষ্কারের পর পালকের কলমের প্রচলন শুরু হয়। ইংরেজীতে ‘পেন’ শব্দটি এসেছে ল্যাটিন শব্দ পেন্না থেকে, যার অর্থ পাখির পালক। এক সময় লেখার জন্য বিভিন্ন পালক ব্যবহার করা হত। ১৮৮৩ সালে আমেরিকান লুইস ওয়াটারম্যান আবিষ্কার করেন ফাউন্টেন পেন। বর্তমানে যে পেন সর্বাধিক প্রচলিত তা হল বল পয়েন্ট পেন, যা তৈরি অষ্টাদশ শতাব্দীতে । আমি একটি বল পেন, আমার জন্ম কোনো এক কারখানায়। সেখানে ছাঁচে ঢেলে আমার বিভিন্ন অংশগুলো তৈরি করা হয়। তারপর সেগুলোকে জোড়া হয় এবং শেষে রিফিল ভরা হয় এবং আমি আমার সম্পূর্ণ রূপ পাই।

🔹সম্পর্কের বন্ধন :

কারখানা থেকে অনেক দোকান ঘুরে অবশেষে আমি আমার মালিকের কাছে গিয়ে পৌঁছাই। আমার মালিক বয়সে খুবই ছোট, বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীতে পড়ত। যেদিন দোকান থেকে আমাকে পছন্দ করে সে কিনে আনে, সেদিন থেকেই আমাকে যত্ন করে তার পেন্সিল বক্সের স্থান দেয়। প্রথম প্রথম আমাকে সে কমই ব্যবহার করত, আমাকে স্কুল নিয়ে গিয়ে তার বন্ধুদের দেখাত। কিন্তু বেশিক্ষণ অন্য কারোর হাতে আমাকে থাকতে দিত না। খুব যত্ন করে আবার তার বাক্সে রেখে দিত। বেশ কিছুদিন এভাবে থাকতে থাকতে আমিও তাকে ভালোবাসে ফেলেছিলাম। একদিন তার স্কুলের বার্ষিক পরীক্ষা এসে গেল এবং সেই দিন সে প্রথম আমারে ব্যবহার করা শুরু করল। পরীক্ষার দুই ঘণ্টা টানা সে দ্রুত তার হাত চালাচ্ছিল পরীক্ষার খাতায়, আমিও তাকে সহয়তা করে যাচ্ছিলাম। এভাবেই তার প্রতিটি পরীক্ষার দিনই আমাকে লেখার জন্য ব্যবহার করত, আর আমিও তাকে সহযোগিতা করতাম। এতে করে তার সব কটি পরীক্ষাই খুব ভালো হল এবং আমিও তার কাছে সবচেয়ে দামি পেন হয়ে উঠলাম। কিন্তু সময়ের সাথে সাথে আমিও পুরাতন হলাম। তার পেন্সিল বক্সে আরও অনেক নতুন কলমের সমাগম হল, তবুও বেশ অনেকদিনই আমি আমার ছোট বন্ধুর সবচেয়ে প্রিয় পেন হিসাবে কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমাকে প্রথম হাতে পেয়ে তার চুম্বনের অনুভূতি ভোলার নয়।

🔹আমার বেদনা : 

আমার জীবনের একটাই কষ্ট। আমি যতদিন সচল থাকি, যতদিন পর্যন্ত আমার অঙ্গ-প্রত্যঙ্গ হানি না হয় কিংবা কালি শেষ না হয়, ততদিনই আমি গুরুত্ব পাই। পুরানো এবং বিকল হলেই আমার স্থান আর্বজনার স্তূপে। আমাকে তখন আর কেউ পেনদানিটাতে সাজিয়ে রাখে না, মাটিতে ছুড়ে ফেলে দেয়। অবশ্য কখনো কারোর কাছে খুব প্রিয় হয়ে উঠতে পারলে সে আমাকে সযত্নে রেখে দেয় তার কাছে।

🔹আমার অবদান :

আমার জীবনের উদ্দেশ্য কাগজে কালি দিয়ে গল্প লেখা এবং মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা। আমার সারাটা জীবন প্রিয়জনকে চিঠি লিখতে, চুক্তিতে স্বাক্ষর করতে, ছবি আঁকতে, নোট লিখতে ব্যবহৃত হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হয়েছি আমি। অনেক মানুষের শান্তনা ও সাহচর্যের উৎস হতে পেরেছি। লেখক, শিল্পীদের আবেগকে তাদের লেখার মাধ্যমে প্রকাশ করেছি। হাসি, কান্না, সুখ, দুঃখ, হতাশা, ভালোবাসার সহচর হয়েছি। সময়ের সাথে সাথে হারিয়ে গেছি, খুঁজেও পেয়েছি, বিশ্বের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছি। কিন্তু আমি যেখানেই গেছি আমার উদ্দেশ্য পালন করে গেছি, লিখিত শক্তির মাধ্যমে এবং সংযোগ স্থাপনের মাধ্যমে।

🔹উপসংহার :

একটি কলমের জীবন তখনই সার্থক হয় যখন কেউ সেই কলম দিয়ে লেখে। জ্ঞান যখন কলমের মাধ্যমে প্রকাশিত হয় তখন তা সমগ্র পৃথিবীকে বদলে দিতে পারে। তখন একটি কলম তলোয়ারের থেকেও ধারালো রূপে প্রকাশ পায়। অজ্ঞানতার কালো চাদর সেই মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। একটি কলমের জীবনের সার্থকতা এখানেই।

আরো পড়ুন

একটি শহরের আত্মকথা – বাংলা প্রবন্ধ রচনা

একটি বটগাছের আত্মকথা – বাংলা প্রবন্ধ রচনা

একটি ভাঙ্গা ছাতার আত্মকথা – বাংলা প্রবন্ধ রচনা

একটি রাজপথের আত্মকথা – বাংলা প্রবন্ধ রচনা

প্রতিযোগিতার সুফল ও সংকট – বাংলা প্রবন্ধ রচনা

Read More »

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment