Class 10 Class 10 Geography এল নিনাে বলতে কী বােঝ? পৃথিবীব্যাপী তার প্রভাব কতখানি?

এল নিনাে বলতে কী বােঝ? পৃথিবীব্যাপী তার প্রভাব কতখানি?

এল নিনাে বলতে কী বােঝ? পৃথিবীব্যাপী তার প্রভাব কতখানি? Class 10 | Geography | 3 Marks

উত্তর: এল নিনাে : স্পেনীয় শব্দ ‘এল নিনাে’র ইংরেজি অর্থ Christ Child’ এবং বাংলায় ‘শিশু খ্রিস্ট’। অনেকে আবার একে ‘Little boy’ বা ‘ছােট্ট ছেলে’বলেন। সাধারণভাবে বলা যায়, ক্রান্তীয় প্রশান্ত মহাসাগরের পূর্বপ্রান্তে পেরু, ইকুয়েডরের পশ্চিম উপকূল দিয়ে কোনাে কোনাে বছর ডিসেম্বর-জানুয়ারি মাসে, বিশেষত ক্রিসমাসের সময় শীতল পেরু স্রোতের পরিবর্তে যে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, তাকে এল নিনাে বলে। এল নিনাের ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যায়। 

পৃথিবীব্যাপী এল নিনাের প্রভাব

১। বন্যার সৃষ্টি: এল নিনাের প্রভাবে পেরু ও ইকুয়েডরে প্রচুর বৃষ্টিপাত হয়। যার ফলে সেখানে বন্যার সৃষ্টি হয়। 

২। মরুভূমির আবহাওয়া বদল: চিলির আটাকামা মরুভূমিতে এল নিনাের প্রভাবে শুষ্ক আবহাওয়ার বদলে সেখানে আর্দ্র আবহাওয়া বিরাজ করে।

৩। দাবানলের সৃষ্টি: আমাজন নদী অববাহিকা, মধ্য আমেরিকা, অস্ট্রেলিয়ায় শুষ্ক আবহাওয়া বিরাজ করে বলে দাবানলের সৃষ্টি হয়। 

৪। খরার প্রাদুর্ভাব: এল নিনাের সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর । সম্পর্ক রয়েছে বলে আবহবিদগণ মনে করেন। তাই যে বছরগুলিতে। এল নিনাে হয় সেই বছরগুলিতে ভারতে খরা দেখা দেয়। 

৫। প্রবাল কীটের উপর প্রভাব: এল নিনাের প্রভাবে মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অধিকাংশ প্রবাল কীটের মৃত্যু হয়

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment