ইংল্যান্ডের প্রাথমিক শিক্ষাব্যাবস্থা সম্পর্কে যা জানো লেখো

ইংল্যান্ডের প্রাথমিক শিক্ষাব্যাবস্থা সম্পর্কে যা জানো লেখো

উত্তর :

ইংল্যান্ডের প্রাথমিক শিক্ষাব্যাবস্থা

অষ্টাদশ শতাব্দীর পূর্বে U.K-এর প্রাথমিক শিক্ষার ব্যবস্থা ভালাে ছিল না। যদিও এইসময় কিছু ব্যক্তি ও ব্যক্তিগত সংস্থা জনসাধারণের জন্য ছােটো ছােটো প্রতিষ্ঠান। গড়ে তুলেছিল। কিন্তু তা পূর্ণাঙ্গরূপ লাভ করেনি। অষ্টাদশ শতাব্দীর শুরুতে শিক্ষা সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে ওঠে এবং নানা প্রতিষ্ঠানও গড়ে উঠতে শুরু করে। ফলস্বরূপ শিক্ষার প্রসার ঘটে। 1944 সালের শিক্ষা আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষা বলতে বােঝায় সাড়ে দশ (102) বছরের কম বয়স্ক ছেলে-মেয়েদের শিক্ষাকে।

ইংল্যান্ডের প্রাথমিক শিক্ষাব্যাবস্থা

1) প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য : 1944 সালে যে প্রাথমিক শিক্ষা আইন তৈরি হয়েছিল তার মধ্যে প্রাথমিক শিক্ষার যে লক্ষ্যগুলির কথা বলা হয়েছিল তা হলাে—(i) দৈহিক বিকাশ—স্বাস্থ্য গঠন, (ii) চরিত্র গঠন—উন্নত চরিত্র গঠন, (iii) কৃষ্টি ও সংস্কৃতির শিক্ষাদান—অতীত সংস্কৃতি ও সভ্যতাকে জানা, (iv) আধ্যাত্মিক শিক্ষাদান—আধ্যাত্মিক বােধের জাগরণ, (v) ভবিষ্যতে উচ্চশিক্ষা লাভের প্রস্তুতিকরণ, (vi) সামাজিক বিকাশ—সমাজের সুনাগরিক হিসাবে গড়ে তােলা।

2) প্রাথমিক শিক্ষার স্তর ও কাঠামাে : এই ধরনের শিক্ষায় দুই ধরনের বিদ্যালয় রয়েছে। যথা

(i) নার্সারি স্কুল : যদিও প্রাথমিক শিক্ষার স্তর থেকে ইংল্যান্ডে শিক্ষার যাত্রাপথের শুরু হয় তথাপি নার্সারি বিদ্যালয়গুলিকেও 1944 সালের আইন অনুযায়ী প্রাথমিক শিক্ষাস্তরের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বিদ্যালয়গুলিতে সাধারণত 5 বছরের কম বয়সি ছেলে-মেয়েদের শিক্ষাদান করা হয়। 

(ii) Infant স্কুল : এখানে সাধারণত 5-7 বছরের ছেলে-মেয়েদের শিক্ষাদান করা হয়।

(ii) Junior স্কুল : U.K-এর সর্বাধিক প্রচলিত স্কুল হলাে জুনিয়র স্কুল যা 1944 সালের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইনের পর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এগুলিতে বছর থেকে 10 বছর বয়সের শিশুদের পড়ার ব্যবস্থা রয়েছে।

3) শিক্ষার মাধ্যম : প্রাথমিক শিক্ষাস্তরে প্রধানত মাতৃভাষা অর্থাৎ ইংরেজিতে শিক্ষাদান করা হয়।

4) প্রশাসন : U.K-এর প্রাথমিক শিক্ষার স্কুলগুলি সাধারণত দুই শ্রেণির হয়ে থাকে। যথা-(i) কাউন্টি স্কুল, (ii) ভলান্টারি স্কুল। কাউন্টি স্কুলগুলি L.E.A (Local Educational Authority)-এর দ্বারা প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়। ভলান্টারি স্কুলগুলি কোনাে ধর্মসম্প্রদায় বা স্বাধীন প্রতিষ্ঠান কর্তৃক প্রতিষ্ঠিত। ভলান্টারি স্কুলগুলিও বর্তমানে L.E.A-এর অধীনস্ত, তবে সেগুলি পরিচালনা করে স্থানীয় কর্তৃপক্ষ। প্রয়ােজনে তারা L.E.A-এর কাছ থেকে অর্থসাহায্য পায়।

5) প্রাথমিক শিক্ষার পাঠক্রম : বিভিন্ন স্তরে বিভিন্ন পাঠক্রম অনুসৃত হয়। যথা—

(i) নার্সারি স্কুলগুলিতে সাধারণত কোনাে পাঠক্রম থাকে না। এখানে শিশুদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করা ও দৈহিক বিকাশের দিকে নজর দেওয়া হয়। স্নান করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, পােশাক পরা, সামাজিক আচরণ ইত্যাদি বিষয়ে ভালাে অভ্যাস গঠনের উপর জোর দেওয়া হয়। এছাড়া খেলাধুলা, ইন্দ্রিয় চর্চা ও সুঅভ্যাস গঠন করা হয়।

(ii) Infant স্কুলগুলিতে লিখন, পঠন ও গণিতের প্রাথমিক জ্ঞানদান করা হয় এবং সঙ্গে নাচ-গান, খেলাধুলা ইত্যাদিও পাঠক্রমের অন্তর্ভুক্ত।

(iii) জুনিয়র স্কুলগুলিতে ইতিহাস, ভূগােল, বিজ্ঞান, বাগান পরিচর্যা পাঠক্রমের অন্তর্ভুক্ত। এছাড়াও খেলাধুলা, গল্প লিখন, অঙ্কন, বাচনিক শিক্ষা, নৃত্য, হাতের কাজ ইত্যাদি পাঠক্রমের মধ্যে অন্তর্ভুক্ত।

6) শিক্ষাপদ্ধতি : প্রাথমিক স্কুলগুলিতে যে-সমস্ত শিক্ষাপদ্ধতি অনুসৃত হয় তা হলাে— 1) হাতেকলমে শিক্ষা, 2) খেলার মাধ্যমে শিক্ষা, 3) অনুবন্ধ প্রণালীর মাধ্যমে শিক্ষা। সাধারণত হস্তশিল্প ও অন্যান্য ধর্মের মাধ্যমে বিভিন্ন বিষয় পড়ানাে হয়। এছাড়া শিক্ষামূলক বিভিন্ন উপকরণ ব্যবহার করা হয়।

7) অন্যান্য বৈশিষ্ট্য : ইংল্যান্ডের প্রাথমিক শিক্ষার অন্য বৈশিষ্ট্যগুলি হলাে— (i) প্রাথমিক শিক্ষার কাল হবে 4 বছর, (ii) U.K-এর প্রাথমিক শিক্ষা সর্বজনীন, বাধ্যতামূলক ও 15বছর বয়স পর্যন্ত অবৈতনিক, (iii) প্রাক্‌প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, (iv) প্রাথমিক স্তরে ভর্তির জন্য ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে হবে, (v) প্রাথমিক স্তরেই শিশুদের ওপর পড়াশােনার বােঝা চাপিয়ে দেওয়া হয় না। নানারকম সক্রিয়তা ও ব্যবহারিক কাজকর্মের মধ্য দিয়ে শিশুর অন্তর্নিহিত সম্ভবনাগুলির সুষ্ঠু বিকাশ ঘটানাে হয়, (vi) যে-সমস্ত শিশু আর্থিক দিক থেকে দুর্বল প্রয়ােজনে L.E.A তাদের জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা করে থাকে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment