প্রশ্ন : ইতিহাসচর্চা কি সত্যিই নিখুঁত ও বাস্তবসম্মত ? 2 Marks
উত্তর : ইতিহাসচর্চা কতটা নিখুঁত ও বিজ্ঞানসম্মত সে বিষয়ে প্রশ্ন উঠছে। জার্মান লেখক উইলহেলম ডিলথে মনে করেন ঐতিহাসিক ও বৈজ্ঞানিককে এক সারিতে বসানাে যায় না। বৈজ্ঞানিক অনুসন্ধান, পরীক্ষানিরীক্ষার ওপর নির্ভর করেন আর ঐতিহাসিক তার নিজস্ব ধ্যানধারণার ওপর ভিত্তি করে ইতিহাস লেখেন। ব্রিটিশ লেখক আর. জি. কলিংউড (১৮৮৯-১৯৪৩) তার বিখ্যাত The Idea of History গ্রন্থে দেখিয়েছেন সমস্ত ঐতিহাসিক তার সমসাময়িককালের ভাবনাচিন্তা দ্বারা প্রভাবিত হন। ই, এইচ, কার অনুরূপভাবে মনে করেন ঐতিহাসিক তার নিজের সময়ের আয়নায় অতীত ঘটনাক্রমকে বাছাই করেন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।