Class 10 Class 10 Geography ফিয়র্ড ও ফিয়ার্ড – এর পার্থক্য লেখাে ?

ফিয়র্ড ও ফিয়ার্ড – এর পার্থক্য লেখাে ?  

পার্থক্য লেখাে: ফিয়র্ড ও ফিয়ার্ড     Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ফিয়র্ড ও ফিয়ার্ডের পার্থক্য : ফিয়র্ড ও ফিয়ার্ডের মধ্যে পার্থক্যগুলি হল —

বিষয়ফিয়র্ড ফিয়ার্ড 
ধারণাশীতপ্রধান অঞলের উপকূলভাগে হিমবাহসৃষ্ট সুগভীর উপত্যকা সমুদ্রজলে ডুবে থাকলে, তাকে ফিয়র্ড বলে।শীতপ্রধান অঞ্চলের উপকূলভাগে হিমবাহসৃষ্ট অগভীর উপত্যকা সমুদ্রজলে নিমজ্জিত হলে তাকে ফিয়ার্ড বলে।
গভীরতাফিয়র্ড খুব গভীর হয়।ফিয়ার্ডের গভীরতা কম হয়।
দৈর্ঘ্যফিয়র্ডের দৈর্ঘ্য বেশি হয়।ফিয়ার্ডের দৈর্ঘ্য কম হয়।
ঢালফিয়র্ডের পার্শ্বদেশ খুব খাড়া হয়।ফিয়ার্ডের পার্শ্বদেশের ঢাল তুলনামূলকভাবে কম হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment