ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের মধ্যে সাদৃশ্যগুলি আলােচনা করাে। 

ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের মধ্যে সাদৃশ্যগুলি আলােচনা করাে।  8 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠার প্রেক্ষাপটে উনিশ শতকে ইসলামীয় পুনরুজ্জীবনের জন্য যে সমস্ত আন্দোলন হয়েছিল তার মধ্যে ফরাজি ও ওয়াহাবি আন্দোলন ছিল খুবই গুরুত্বপূর্ণ। ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের মধ্যে যথেষ্ট পার্থক্য থাকলেও উভয় আন্দোলনের মধ্যে যথেষ্ট সাদৃশ্য পরিলক্ষিত হয়।

বহিরাগত ধারণা : দুটি আন্দোলনেরই প্রেরণা আসে ভারতের বাইরে থেকে। ফরাজি আন্দোলনের প্রবর্তক হাজি শরিয়ত উল্লাহ মক্কা থেকে ফিরে এসে ইসলাম ধর্মের আদিম ও অকৃত্রিম আদর্শে মনােনিবেশ করেন; অন্যদিকে ওয়াহাবি আন্দোলনের প্রবর্তক ইবন আব্দুল ওয়াহাব যিনি ছিলেন আরব দেশের ধর্ম সংস্কারক অর্থাৎ এই আন্দোলনের সূত্রপাতও আরব দেশে। 

ইসলামের পুনরুজ্জীবন : দুটি আন্দোলনই ছিল ইসলাম ধর্মের পুনরুজ্জীবনবাদী আন্দোলন। ইসলাম ধর্মের কু-প্রথা দূর করে শুদ্ধিকরণের মাধ্যমে এই ধর্মের পুনরুজ্জীবন ছিল দুটি আন্দোলনেরই লক্ষ্য।

সামন্ততন্ত্রের বিরােধিতা : আর্থসামাজিক দিক থেকে দুটি আন্দোলনই ছিল সামন্ততন্ত্র-বিরােধী। দুটি আন্দোলনেই ধর্মীয় জাগরণের মধ্যে আর্থসামাজিক শােষণ থেকে মুক্তির পথ খোঁজা হয়েছিল।

সাম্প্রদায়িক ধারণায় আক্রান্ত : দুটি আন্দোলনেই পরবর্তীকালে সাম্প্রদায়িক প্রভাব ভীষণভাবে বৃদ্ধি পেয়েছিল। একদিকে তিতুমিরের আন্দোলনে যেমন সাম্প্রদায়িক মনােভাব ছিল তেমনি ফরাজি আন্দোলনের নেতা নােয়া মিঞার আন্দোলনের একইরকম সাম্প্রদায়িক ভাবধারা পরিলক্ষিত হয়।

অলৌকিক ব্যক্তিত্ব আরােপ : ফরাজি ও ওয়াহাবি দুটি আন্দোলনে দুদু মিঞা ও তিতুমির উভয়ই নিজেদের অলৌকিক শক্তির অধিকারী বলে মনে করতেন।

ব্রিটিশ-বিরােধিতা : দুটি আন্দোলনেই ব্রিটিশ-বিরােধিতা লক্ষ করা যায়। তবে ফরাজি আন্দোলনে ওয়াহাবিদের মতাে তীব্র ব্রিটিশ-বিরােধিতা ছিল না।

সন্ত্রাসের আশ্রয় : উভয় আন্দোলনের মধ্যেই নিজেদের মতবাদ মতাদর্শ চাপিয়ে দেওয়ার জন্য স্ব-ধর্মাবলম্বী মুসলমানদের ওপর জোরজুলুম করা হয়। বিরােধী মুসলমানদের দমন করার জন্য উভয় আন্দোলনের আন্দোলনকারীরাই সন্ত্রাসের আশ্রয় নেয়।

নিম্নবর্গের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ : দুটি আন্দোলনেই দরিদ্র কৃষক, জোলা সম্প্রদায়ের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যায়, যাদের উদ্দেশ্য ছিল শােষণের হাত থেকে মুক্তি।

মূল্যায়ন : ফরাজি ও ওয়াহাবি আন্দোলনের মধ্যে যথেষ্ট সাদৃশ্য ও বৈসাদৃশ্য পরিলক্ষিত হলেও ব্রিটিশ-শাসিত ভারতে দুটি আন্দোলনই ছিল গুরুত্বপূর্ণ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment