Class 10 History ফরাজি আন্দোলনের প্রকৃতি আলােচনা করাে।

ফরাজি আন্দোলনের প্রকৃতি আলােচনা করাে।

ফরাজি আন্দোলনের প্রকৃতি আলােচনা করাে। 8 Marks/Class 10

উত্তর:

ফরাজি আন্দোলনের প্রকৃতি : উনবিংশ শতাব্দীর প্রারম্ভে বাংলায় ফরাজি আন্দোলন নামে এক মুসলিম সংস্কার আন্দোলন শুরু হয়, যা ক্রমেই কৃষক আন্দালনে পরিণত হয়। 

এই আন্দোলনের প্রকৃতি সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য রয়েছে। এগুলি হল— 

১) ধর্মীয় আন্দোলন : এটি ছিল ইসলামের শুদ্ধিকরণ ও ধর্মীয় সংস্কার আন্দোলন। ফরাজি কথাটি ফরাজ থেকে এসেছে যার অর্থ আল্লাহের আদেশ অর্থাৎ আল্লাহ তথা হজরত মহম্মদের নির্দেশিত পথ ধরে মুসলিম ধর্মের সংস্কারই ছিল এর লক্ষ্য। 

২) সাম্প্রদায়িক আন্দোলন : ঐতিহাসিক বিনয়ভূষণ চৌধুরী দেখিয়েছেন, জমিদার-বিরােধিতা থেকে উদ্ভুত হলেও হিন্দুধর্ম ও সম্প্রদায়ের প্রতি ফরাজিদের অসহিষ্ণুতা প্রকাশ পেতে থাকে। এই আন্দোলন মূলত মুসলমান সম্প্রদায়ের দ্বারাই পরিচালিত ছিল। 

৩) স্বাধীনতার আন্দোলন : আধুনিক ঐতিহাসিক অভিজিৎ দত্ত দেখিয়েছেন, দুদু মিঞা বিদেশি শাসনের উচ্ছেদ ঘটিয়ে স্বাধীন রাজ্য স্থাপনের পরিকল্পনা করে গ্রামাঞ্চলে স্বাধীন সরকার স্থাপন, সেনাবাহিনী গঠন, স্বাধীন কর ও বিচারব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যা পরবর্তীকালে ফরাজি আন্দোলনকে স্বাধীনতা আন্দোলনের রূপ প্রদান করে। 

৪) শ্রেণি সংগ্রাম : কোনাে কোনাে ঐতিহাসিক এই আন্দোলনকে শ্রেণি সংগ্রাম বলে অভিহিত করেছেন। ঐতিহাসিক অমলেন্দু দে-র মতে ধর্মীয় সংস্কার আন্দোলন হিসেবে শুরু হলেও স্বল্পকালের মধ্যেই তা জমিদার নীলকর বিরােধী সংগ্রামে পরিণত হয়। 

৫) কৃষক আন্দোলন : ঐতিহাসিক নরহরি কবিরাজ দেখিয়েছেন এই আন্দোলন ছিল মূলত কৃষক আন্দোলন। নির্যাতিত নিপীড়িত মুসলিম-হিন্দু উভয় সম্প্রদায়ের কৃষকেরাই এতে অংশগ্রহণ করেছিল। দুদু মিঞার আহ্বানে সাড়া দিয়ে মূলত কৃষকরাই এতে অংশগ্রহণ করেছিল। এটি ছিল একদল কৃষকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন।

উপসংহার : উইলিয়াম হান্টার বলেন, ফরাজি আন্দোলন ছিল একটি শ্রেণি সংগ্রাম। ঐতিহাসিক হান্টার এই আন্দোলনকে Red Republican বা সাম্যবাদী প্রজাতান্ত্রিক আন্দোলন বলে অভিহিত করেছেন। Dr. R. C. Majumdar বলেন, সাম্প্রদায়িক দ্বন্দ্ব থাকলেও ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরােধী আন্দোলনের পূর্ব মহড়া হিসেবে ফরাজি আন্দোলনের গুরুত্ব অপরিসীম।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!