Class 10 Class 10 Geography গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কী কী?

গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কী কী?

গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিগুলি কী কী? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

গঙ্গা অ্যাকশন প্ল্যানের কর্মসূচিসমূহ: গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচিটি গৃহীত হয় 1985 সালে এবং রূপায়ণের কাজ শুরু হয় 1986 সালে। দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয় 1995 সালে। এই প্ল্যানে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়া হয়েছিল— 

1) গঙ্গায় পরিশােধিত জল ফেলা: প্রথম পর্যায়ে প্রথম শ্রেণির 25টি শহরের পয়ঃপ্রণালীর জল পরিশােধন করে গঙ্গায় ফেলার ব্যবস্থা করা হয়।

2) নজরদারির ব্যবস্থা: দূষিত জল যাতে সরাসরি গঙ্গায় না পড়ে, তার জন্য গভীর নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়। 

3) সারাবছর জলপ্রবাহ: গঙ্গানদীর জলপ্রবাহ যাতে সারাবছর বজায় থাকে তার ব্যবস্থা করা হয়।

4) ইটভাটা গড়ে না ওঠা: গঙ্গানদীর তীরে কোনাে ইটভাটা-জাতীয় কারখানা যাতে গড়ে উঠতে না পারে সে বিষয়ে নজর রাখা হয়।

5) বর্জ্য নদীতে না ফেলা: গঙ্গার পাড়ে অবস্থিত কারখানাগুলি যাতে নােংরা জল ও বর্জ্য নদীতে না ফেলে তার জন্য সজাগ নজরদারির ব্যবস্থা করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment