গঙ্গা নদীর তিনটি প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত?

গঙ্গা নদীর তিনটি প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? Class 10 | Geography | 3 Marks

উত্তর:-
গঙ্গা নদীর প্রবাহপথের বিস্তৃতি : গঙ্গা নদীর তিনটি প্রবাহের বিস্তৃতি হল —

1. উচ্চপ্রবাহ : উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গােমুখ তুষারগুহা থেকে উত্তরাখণ্ডেরই হরিদ্বার পর্যন্ত গঙ্গার পার্বত্যপ্রবাহ বা উচ্চপ্রবাহ। 

2. মধ্যপ্রবাহ : উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত গঙ্গার সমভূমিপ্রবাহ বা মধ্যপ্রবাহ।

3 নিম্নপ্রবাহ : ঝাড়খণ্ডের রাজমহল থেকে মােহানা (বঙ্গোপসাগর) পর্যন্ত গঙ্গার বদ্বীপপ্রবাহ বা নিম্নপ্রবাহ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment