দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography গঙ্গা নদীর তিনটি প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত?

গঙ্গা নদীর তিনটি প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত?

গঙ্গা নদীর তিনটি প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত? Class 10 | Geography | 3 Marks

উত্তর:-
গঙ্গা নদীর প্রবাহপথের বিস্তৃতি : গঙ্গা নদীর তিনটি প্রবাহের বিস্তৃতি হল —

1. উচ্চপ্রবাহ : উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গােমুখ তুষারগুহা থেকে উত্তরাখণ্ডেরই হরিদ্বার পর্যন্ত গঙ্গার পার্বত্যপ্রবাহ বা উচ্চপ্রবাহ। 

2. মধ্যপ্রবাহ : উত্তরাখণ্ডের হরিদ্বার থেকে ঝাড়খণ্ডের রাজমহল পর্যন্ত গঙ্গার সমভূমিপ্রবাহ বা মধ্যপ্রবাহ।

3 নিম্নপ্রবাহ : ঝাড়খণ্ডের রাজমহল থেকে মােহানা (বঙ্গোপসাগর) পর্যন্ত গঙ্গার বদ্বীপপ্রবাহ বা নিম্নপ্রবাহ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!