দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography গাঙ্গেয় সমভূমির অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলােচনা করাে।

গাঙ্গেয় সমভূমির অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলােচনা করাে।

গাঙ্গেয় সমভূমির অবস্থান এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলােচনা করাে। Class 10 | Geography | 5 Marks

উত্তর:-

গাঙ্গেয় সমভূমির অবস্থান : পশ্চিমে যমুনা নদী, দক্ষিণ-পূর্ব দিকে গঙ্গার মােহানা, উত্তরে হিমালয় পার্বত্য অঞ্চল এবং দক্ষিণে মধ্য ও পূর্বভারতের উচ্চভূমির মধ্যবর্তী বিশাল সমতল অঞ্চলটির নাম গাঙ্গেয় সমভূমি। উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে বিস্তৃত এই সমভূমির মােট আয়তন প্রায় ৪ লক্ষ 75 হাজার বর্গকিমি।

গাঙ্গেয় সমভুমির ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য :  এই সমভূমি অঞ্চলটিকে নানা ভৌগােলিক ও স্থানীয় বৈশিষ্ট্যের পার্থক্য অনুসারে তিনটি উপ-অঞ্চলে ভাগ করা যায়— 

1. উচ্চ গাঙ্গেয় সমভূমি অঞ্চল: (i) অঞ্চলটি পশ্চিমে যমুনা নদী থেকে পূর্বে এলাহাবাদ পর্যন্ত প্রসারিত।  (ii) পশ্চিমে অঞ্চলটির গড় উচ্চতা 220 মি এবং পূর্বে 100 মি। (iii) অঞ্চলটি উত্তর-পশ্চিম থেকে দক্ষিণ-পূর্বে ঢালু। উত্তরাংশে সংকীর্ণ ভাবর ও তরাইভূমি দেখা যায়। (vi) এই অঞ্চলের প্রাচীন পলি দ্বারা গঠিত মৃত্তিকা ভাঙ্গার নামে ও নবীন পলি দ্বারা গঠিত মৃত্তিকা খাদার নামে পরিচিত। 

2. মধ্য গাঙ্গেয় সমভূমি অঞ্চল: (i)  অঞ্চলটি এলাহাবাদ থেকে পূর্বদিকে ঝাড়খণ্ডের পূর্ব সীমা পর্যন্ত প্রসারিত। এই অঞ্চলটির পূর্বাংশ বিহার রাজ্যে এবং পশ্চিমাংশ উত্তরপ্রদেশের মধ্যে অবস্থিত। (ii) পূর্বদিকে এর উচ্চতা ক্রমহ্রাসমান (প্রায় 35 মি)। (iii) প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ প্রভৃতি এই অঞলের বৈশিষ্ট্য। (iv) অঞ্চলটির দক্ষিণ-পূর্ব সীমায় আছে রাজমহল পাহাড়। (v) শিবালিকের পাদদেশে প্রস্তরময়, নুড়ি ও বালিপূর্ণ ভূমিভাগ ভাবর নামে পরিচিত। (vi) ভাবরের দক্ষিণে জঙ্গলময়, জলাকীর্ণ, অপেক্ষাকৃত সূক্ষ্ম পলি ও বালি দ্বারা গঠিত অঞ্চলকে তারাই বলা হয়।

3. নিম্ন গাঙ্গেয় সমভূমি অঞ্চল : (i) ভারতে এই অংশটি ঝাড়খণ্ডের পূর্ব সীমা থেকে বঙ্গােপসাগরে হুগলি নদীর মােহনা পর্যন্ত বিস্তৃত। (ii) এই অংশটিকে তিন ভাগে ভাগ করা যায়— [1] উত্তরবঙ্গের সমভুমি (হিমালয় পার্বত্য অঞ্চলে উৎপন্ন গঙ্গাপদ্মার উপনদীগুলি দ্বারা গঠিত), [2] রাঢ় সমভূমি (ছােটোনাগপুর মালভূমি অঞ্চলে উৎপন্ন গঙ্গার উপনদীগুলি দ্বারা গঠিত) এবং [3] বদ্বীপ সমভূমি (গঙ্গা-পদ্মা এবং এদের উপনদী ও শাখানদীগুলি দ্বারা গঠিত)। এর তিনটি অংশ হল— [a] মৃতপ্রায় বদ্বীপ, [b] পরিণত বদ্বীপ ও [c] সক্রিয় বদ্বীপ।

চিত্র : গাঙ্গেয় সমভূমি

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment