গাঙ্গেয় সমভূমি অত্যন্ত জনবহুল কেন?

গাঙ্গেয় সমভূমি অত্যন্ত জনবহুল কেন?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

গাঙ্গেয় সমভূমি অত্যন্ত জনবহুল হওয়ার কারণ: গাঙ্গেয় সমভূমি ভারতের সবথেকে জনবহুল অঞ্চল। এখানকার গড় জনঘনত্ব প্রতি বর্গকিমিতে 980 জনের বেশি। যেসব কারণগুলির জন্য অঞ্চলটি অত্যন্ত জনবহুল সেগুলি হল—

1. সমতল ভূপ্রকৃতি: গাঙ্গেয় সমভূমিটিতে ভূমির বন্ধুরতা একেবারেই নেই। এখানকার সমতল ভূপ্রকৃতি কৃষিকাজ, পরিবহণ ও শিল্পস্থাপনের উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। 

2. অনুকূল জলবায়ু: এই অঞ্চলটির  উষ্ণতা ও বৃষ্টিপাত মধ্যম প্রকৃতির। এইরূপ জলবায়ু কৃষিকাজ ও অধিবাসীদের জীবনধারণের পক্ষে অনুকূল।

3. উর্বর মৃত্তিকা: এখানকার মৃত্তিকা খুব উর্বর। এই মৃত্তিকায় ধান, গম, পাট, আখ, তৈলবীজসহ বিভিন্ন ফসলের উৎপাদন খুব বেশি হয়। 

অন্যান্য কারণ :

1. উন্নত পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা: ভূমি যথেষ্ট সমতল বলে সড়ক এবং রেল পরিবহণ ব্যবস্থা উন্নত। সমগ্র অঞ্চলটিতে যােগাযােগ ব্যবস্থারও যথেষ্ট উন্নতি ঘটেছে, যা অধিক জনবসতি গড়ে তােলার পক্ষে সহায়ক। 

2. শক্তির প্রাচুর্য: এই অঞ্চলটিতে বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। এই শক্তি কেন্দ্রগুলি কৃষি ও শিল্পের প্রসার ঘটাতে সাহায্য করেছে। 

উল্লিখিত কারণগুলির জন্য সমগ্র গাঙ্গেয় সমভূমি অঞ্চল অত্যন্ত জনবহুল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment