দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography গাঙ্গেয় সমভূমির বৈশিষ্ট্য লেখাে।

গাঙ্গেয় সমভূমির বৈশিষ্ট্য লেখাে। 

গাঙ্গেয় সমভূমির বৈশিষ্ট্য লেখাে।   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

গাঙ্গেয় সমভূমির বৈশিষ্ট্য : গাঙ্গেয় সমভূমির সৃষ্টি গঙ্গা নদীর দ্বারা। গঙ্গা এবং তার অসংখ্য উপনদী ও শাখানদী পলি সঞ্চয় করে ভারতের বৃহত্তম এই সমভূমিটি তৈরি করেছে। এর বৈশিষ্ট্যগুলি হল— 

1.আয়তন: এই সমভূমিটি প্রায় 357000 বর্গকিমি অঞ্চল জুড়ে বিস্তৃত। 

2. গভীরতা : গাঙ্গেয় সমভূমির গভীরতা 150 – 6000 মিটার পর্যন্ত। এর মধ্যে উত্তরে গভীরতা বেশি এবং দক্ষিণে গভীরতা কম। 

3. মাটির বৈশিষ্ট্য : গাঙ্গেয় সমভূমিতে কোথাও প্রাচীন পলিমাটি এবং কোথাও নবীন পলিমাটি রয়েছে। প্রাচীন পলিগঠিত  অঞ্চলকে ভাঙ্গার বলে, আর নবীন পলিগঠিত অঞ্চল খাদার নামে পরিচিত। উত্তরপ্রদেশে গঙ্গা সমভূমির উত্তর প্রান্তে অর্থাৎ শিবালিকের পাদদেশ অঞ্চলে নুড়ি, বালি ও পলিগঠিত ভুমিকে বলে ভাবর। ঠিক এরই দক্ষিণে আছে ভিজে সঁতসেঁতে বনে ঢাকা তরাই অঞ্চল।

4.ভূমিরূপ : গাঙ্গেয় সমভূমির ভূপ্রকৃতি সমতল প্রকৃতির। তবে মাঝে মাঝে উঁচু ঢিবি, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ, অশ্বক্ষুরাকৃতি হ্রদ ইত্যাদি দেখা যায়।

5 বদ্বীপ : সমভূমির দক্ষিণ-পূর্ব প্রান্তে গঙ্গা নদীর মােহনায় পৃথিবীর বৃহত্তম বদ্বীপ (গঙ্গা বদ্বীপ) সৃষ্টি হয়েছে। 

6. ঢাল : সমগ্র অঞ্চলটি প্রথমে পশ্চিম থেকে পুর্বে এবং তারপর। দক্ষিণ-পূর্বে ধীরে ধীরে ঢালু হয়ে গেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment