গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কী? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য : গিরিখাত ও ক্যানিয়ন উভয়ই অত্যন্ত সুগভীর ও সংকীর্ণ হয়। এরা উভয়ই নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়। তবে এদের মধ্যে কিছু পার্থক্যও রয়েছে, যেমন—
বিষয় | গিরিখাত | ক্যানিয়ন |
আকৃতি | গিরিখাত খুব গভীর ও সংকীর্ণ (ইংরেজি অক্ষর ‘v’ আকৃতির) হয়। | ক্যানিয়ন অত্যন্ত সুগভীর এবং খুব বেশি সংকীর্ণ (ইংরেজি ‘I’ আকৃতির) হয়। |
সৃষ্টিস্থল | এর সৃষ্টি হয় নদীর উচ্চগতিতে বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে। | এর সৃষ্টি হয় বৃষ্টিহীন শুষ্ক বা মরুপ্রায় উচ্চভূমি অঞ্চলে। |
আকৃতিগত তারতম্য কারণ | গিরিখাতে নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় বেশি হলেও বৃষ্টিবহুল অঞ্চলে সৃষ্ট হয় বলে নদীর দুই পাড়ের ক্ষয়ও কিছু কিছু চলতে থাকে এবং কিছু উপনদী এসেও নদীখাতে মিলিত হয়। এজন্য নদীখাত ‘v’-আকৃতির হয়। উদাহরণ—ইয়াংসি নদীর ইচাং গিরিখাত। | ক্যানিয়ন সৃষ্টি হয় সেইসব প্রধানত তুষারগলা জলে এবং প্রবাহিত হয় শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলের ওপর দিয়ে। সুতরাং, এখানে বৃষ্টিপাতের অভাবে নদীর দুই পাড়ের ক্ষয় হয় না এবং উপনদী এসেও মিলিত হয় না বলেই নদীখাত ‘I’-আকৃতির হয়। উদাহরণ : কলােরাডাে নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।