বায়ুমণ্ডলের এক্সোস্ফিয়ার স্তরের সংক্ষিপ্ত বর্ণনা দাও। Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- ভূপৃষ্ঠ থেকে 500 km অপেক্ষা বেশি উচ্চতায় এক্সোস্ফিয়ার স্তরটি উপস্থিত। এটি মােটামুটি 1000 km উচ্চতা পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হয়। এই স্তরে H2 ও He গ্যাসের অস্তিত্ব পাওয়া গেলেও এদের ঘনত্ব খুব কম থাকে। এই অঞ্চলের উষ্ণতা 1200°C অপেক্ষা বেশি হয়। কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশনগুলিকে এই স্তরেই স্থাপন করা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।