Class 10 Class 10 Geography বায়ুমণ্ডলে গ্রিনহাউস এফেক্ট কীভাবে সৃষ্টি হয়?

বায়ুমণ্ডলে গ্রিনহাউস এফেক্ট কীভাবে সৃষ্টি হয়?

বায়ুমণ্ডলে গ্রিনহাউস এফেক্ট কীভাবে সৃষ্টি হয়? Class 10 | Geography | 3 Marks

উত্তর: বায়ুমণ্ডলে গ্রিনহাউস এফেক্ট সৃষ্টির পদ্ধতি: শীতপ্রধান দেশগুলিতে উয়ুমণ্ডলের ফসল চাষের জন্য খােলা বাগানের মধ্যে স্বচ্ছ কাচের যে ঘর তৈরি করা হয়, তার নাম গ্রিনহাউস। ক্ষুদ্র তরঙ্গের মাধ্যমে আসা সূর্যরশ্মি গ্রিনহাউসের কাচের দেয়াল দিয়ে সহজে ভেতরে প্রবেশ করলেও দীর্ঘ তরঙ্গরূপে প্রতিফলিত সূর্যরশ্মি কাচ তাপমাত্রা বজায় থাকে। একই রকমভাবে তাপমাত্রা ধরে রাখে বলে। পৃথিবীর বায়ুমণ্ডলকে একটি বিশাল গ্রিনহাউসরুপে কল্পনা করা যায়। গ্যাসগুলি (গ্রিনহাউসের কাচের দেয়ালের মতাে) উষ্ণতা ধরে রাখতে পারে বলে ভূপৃষ্ঠের তাপীয় বিকিরণকে বাধা দেয় এবং এইভাবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি ঘটিয়ে গ্রিনহাউস এফেক্ট সৃষ্টি করে। এজন্য এই গ্যাসগুলিকে গ্রিনহাউস গ্যাস বলে। আর তাই বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, নাইট্রাস অক্সাইড প্রভৃতি গ্যাসেরস জোগান তথা ঘনত্ব যত বাড়ে, বিশ্বের গড় তাপমাত্রার বৃদ্ধিও তত দ্রুত হয় অর্থাৎ গ্রিনহাউস এফেক্টও তীব্র হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment