গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের উষ্ণতা কীভাবে বৃদ্ধি করে? অথবা, বিশ্বউয়ায়ন ও গ্রিনহাউস প্রভাব কীভাবে সম্পর্কিত? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা
উত্তর:- সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলােহিত রশ্মি পৃথিবীর চারপাশের গ্রিনহাউস গ্যাসগুলির আচ্ছাদন ভেদ করে পৃথিবীপৃষ্ঠে আসতে পারে। ভূপৃষ্ঠ অবলােহিত রশ্মির কিছুটা শক্তি শােষণ করে উত্তপ্ত হয়ে ওঠে। বায়ুমণ্ডলের গ্রিনহাউস গ্যাসগুলি ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যের অবলােহিত রশ্মির কিছু অংশ শােষণ করে উত্তপ্ত হয় এবং বাকি অংশ পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত করে। মানুষের বিভিন্ন কার্যকলাপের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসগুলির পরিমাণ উত্তরােত্তর বৃদ্ধি পাচ্ছে। স্বভাবতই ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট অবলােহিত রশ্মির আরও বেশি অংশ বায়ুমণ্ডলে আবদ্ধ হচ্ছে। এর ফলে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এইভাবেই গ্রিনহাউস প্রভাব বিশ্বউষ্ণায়নকে ত্বরান্বিত করছে অর্থাৎ বিশ্ব উষ্ণায়নে গ্রিনহাউস গ্যাসগুলির ভূমিকা অপরিসীম।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।