দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Physical Science গ্রিনহাউস গ্যাস কাদের বলে? উদাহরণ দাও।

গ্রিনহাউস গ্যাস কাদের বলে? উদাহরণ দাও।

গ্রিনহাউস গ্যাস কাদের বলে ? উদাহরণ দাও। 2+1 Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- বায়ুমণ্ডলে উপস্থিত কিছু গ্যাসীয় পদার্থ ভূপৃষ্ঠ থেকে বিকিরিত ইনফ্রারেড রশ্মির (দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট) কিছু অংশকে শােষণ করে ও বাকি অংশকে ভূপৃষ্ঠে প্রতিফলিত করে। এর ফলে বায়ুমণ্ডলে কিছুটা তাপ আটকে পড়ে যার প্রভাবে ভূপৃষ্ঠে ও সংলগ্ন বায়ুমণ্ডল একটি নির্দিষ্ট উষ্ণতা সীমার মধ্যে উত্তপ্ত থাকে। এই গ্যাসীয় পদার্থগুলিকে গ্রিনহাউস গ্যাস বলা হয়।

কার্বন ডাইঅক্সাইড (CO2), মিথেন (CH4), ক্লোরােফ্লুরােকার্বন (CFC), ওজোন (O3), নাইট্রাস অক্সাইড (N2O), জলীয় বাষ্প (H2O) ইত্যাদি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment