দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Physical Science গ্রিনহাউস প্রভাব কী?

গ্রিনহাউস প্রভাব কী?

গ্রিনহাউস প্রভাব কী? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- সূর্যরশ্মিতে উপস্থিত ইনফ্রারেড (অবলােহিত) রশ্মিই প্রধানত তাপের অনুভূতি সৃষ্টি করে। সূর্য থেকে আগত ইনফ্রারেড রশ্মির তরঙ্গদৈর্ঘ্য কম হওয়ায় বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় অণুরা একে শােষণ করতে পারে না। ফলে এই রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আপতিত হয়ে ভূপৃষ্ঠ ও সংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। ভূপৃষ্ঠ থেকে বিকিরিত ইনফ্রারেড রশ্মি দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যবিশিষ্ট হওয়ায় বায়ুমণ্ডলে উপস্থিত বিভিন্ন গ্যাসীয় পদার্থ (CO2, CH4, N2O, জলীয় বাষ্প, CFC ইত্যাদি) এই রশ্মির কিছু অংশকে শােষণ করে এবং বাকি অংশকে পৃথিবীপৃষ্ঠে প্রতিফলিত করে ভূপৃষ্ঠ ও তৎসংলগ্ন বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে। একেই গ্রিনহাউস প্রভাব (গ্রিনহাউস এফেক্ট) বলে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!