অথবা, নতুন মেসােকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের” – কীভাবে তপনের জ্ঞানচক্ষু খুলেছিল? প্রথমবার ও দ্বিতীয়বার জ্ঞানচক্ষু খােলার তুলনা করাে।
উত্তর – আশাপূর্ণা দেবী “কুমকুম” নামক গল্প সংকলনের অন্তর্গত ‘জ্ঞানচক্ষু’ গল্পে তপন নামক কিশােরের | জ্ঞানচক্ষু খুলে যাবার কাহিনী বিধৃত হয়েছে । গল্পটির নামের মধ্যে রয়েছে দারুণ এক ব্যঞ্জনা। গল্পটি বিশ্লেষণ করলে নামকরণের বিষয়টি অনুধাবন করা যেতে পারে।
ছােটো মাসির বিয়ে উপলক্ষ্যে তপন নামক কিশাের মামার বাড়ি যায়। তার নতুন মেসাে একজন লেখক হবার সুবাদে, কোনাে লেখাকের সঙ্গে সাক্ষাৎ ঘটে প্রথম। একজন লেখক সম্পর্কে কাল্পনিক ধারণা বাস্তবে রূপ পায় তার। সেখানেই সে একটি গল্প লেখে যা তার নতুন মেসাে ছাপাতে দেয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ছাপার অক্ষরে তপনের নিজের গল্প আর খুঁজে পায় না। সংশােধনের নামে পুরাে গল্পটাই তার মেসাে বদলে দিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করেই তপনের দু’দুবার জ্ঞানচক্ষু খুলে যাবার প্রসঙ্গ এনেছেন লেখিকা। একজন লেখককে প্রত্যক্ষ করে প্রথমবার তার উপলব্ধি ঘটে – “আশ্চর্য কোথাও কিছু উলটোপালটা নেই, একেবারে নিছক মানুষ”। অর্থাৎ লেখকরাও যে আর সবার মতাে সাধারণ মানুষ এই জ্ঞানের উদয় হয়েছিল তার।।
মেসাে যখন পত্রিকা ছাপানাের নামে পুরােটাই সংশােধিত রূপে পাল্টে দিয়েছেন, তখন সেই লেখায় তপন অনুপস্থিত। একজন কিশােরের আবেগ, উচ্ছ্বাস প্রত্যাশা সব মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। সবচেয়ে আনন্দের দিন তার কাছে হয়ে ওঠে তার জীবনের সবচেয়ে দুঃখের দিন”।
এভাবেই দু’বার তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়ে সে জীবনের চরম সিদ্ধান্তে উপনীত হয় – “যদি কখনাে লেখা ছাপাতে দেয় তাে তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা। ছাপা হয় হোক না হয় না হোক ।”
আলােচ্য গল্পটি একজন কিশােরের স্বপ্ন ভঙ্গের নয় বরং স্বপ্ন নির্মাণের গল্প হয়ে উঠেছে। বাস্তব জীবনের রূঢ়তার সঙ্গে কল্পনাপ্রবণ বালকের অভিঘাতে তারই জ্ঞানােদয় ঘটেছে গল্পে। তাই বলা যায় নামকরণটি হয়ে উঠেছে সার্থক।
Read Also
জ্ঞানচক্ষু’ অবলম্বনে তপন চরিত্রটি বিশ্লেষণ করাে।
জ্ঞানচক্ষু গল্পে মেসােমশাইয়ের চরিত্র আলােচনা করাে।
পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে – অলৌকিক ঘটনাটি কী? একে অলৌকিক বলার কারণ কী?
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।