দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?

গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?

গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী? Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়: প্রধানত যান্ত্রিক পদ্ধতিতে কলকারখানার গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ করা হয়। এজন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয় তার নাম স্ক্রাবার। এই স্ক্রাবার যন্ত্রে সাধারণত দুভাবে গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণ বা নিষ্কাশন করা হয়, যথা— 

1) আর্দ্র স্ক্রাবিং: এক্ষেত্রে কলকারখানা থেকে নির্গত বিষাক্ত গ্যাস, ধূলিকণা প্রভৃতি বায়ুদূষককে কোনাে জলীয় দ্রবণের মধ্যে চালনা করে বিশুদ্ধ বাতাস নির্গত করা হয়।

2) শুষ্ক স্ক্রাবিং: এই পদ্ধতিতে জলীয় দ্রবণ ছাড়াই বস্তুকণা ও দূষিত বাতাস স্ক্রাবারের মাধ্যমে পরিস্রুত করে বিশুদ্ধ বাতাস নির্গত করা হয়। সাধারণত শুষ্ক স্ক্রাবিং পদ্ধতিতে অম্লধর্মী গ্যাস অপসারণ করা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

4 thoughts on “গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?”

  1. ধন্যবাদ আপনাকে এয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য

    Reply
  2. মাধ্যমিকের ইম্পরট্যান্ট ১০ নম্বরের কোশ্চেন গুলো একটু দিলে ভালো হতো ।।

    Reply

Leave a Comment