হারিকেন বলতে কী বােঝ? Class 10 | Geography | 3 Marks
উত্তর:
ধারণা: অত্যন্ত শক্তিশালী এক বিশেষ ধরণের ক্রান্তীয় ঘূর্ণবাতকে হারিকেন বলে। প্রকৃতপক্ষে, মধ্য আটলান্টিকের পশ্চিমভাগে সৃষ্ট এবং পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ও ক্যারিবিয়ান সাগরের ওপর দিয়ে প্রবাহিত ক্রান্তীয় ঘূর্ণবাত হারিকেন নামে পরিচিত।
বৈশিষ্ট্য : ঘণ্টায় 140 কিলােমিটারের বেশি গতিবেগসম্পন্ন এই ঘূর্ণবাতের ব্যাস প্রায় 650 কিলােমিটার। এবং এর কেন্দ্রে থাকে একটি চোখ’ বা গভীর নিম্নচাপযুক্ত অঞল
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Thanks