Class 10 Class 10 Geography হাসপাতালের সম্ভাব্য বর্জ্য পদার্থের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করাে।

হাসপাতালের সম্ভাব্য বর্জ্য পদার্থের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করাে।

হাসপাতালের সম্ভাব্য বর্জ্য পদার্থের একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করাে। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks

উত্তর:-

হাসপাতালের সম্ভাব্য বর্জ্য পদার্থসমূহ: হাসপাতালের সম্ভাব্য বর্জ্য পদার্থগুলি হল— 

বর্জ্য পদার্থউদাহরণ
হাসপাতালের সম্ভাব্য সংক্রামক বর্জ্য পদার্থরক্ত, অপ্রয়ােজনীয় অতিসূক্ষ্ম জীবাণুর কালচার, দেহের অঙ্গপ্রত্যঙ্গ, মানুষ ও প্রাণীর দেহের টিস্যু, ব্যবহৃত ব্যান্ডেজ ও ড্রেসিং, বাতিল গ্লাভস, রক্ত নেওয়ার ও ইনজেকশন দেওয়ার সিরিঞ্জ, নিডল, থুতু ইত্যাদি।
হাসপাতালের সম্ভাব্য বিপজ্জনক বর্জ্য পদার্থবিভিন্ন ধরনের রাসায়নিক সামগ্রী, পুরােনাে ওষুধ, কেমােথেরাপি এজেন্টস প্রভৃতি।
হাসপাতালের সম্ভাব্য তেজস্ক্রিয় তেজস্ক্রিয় বর্জ্য পদার্থআইসােটোপ, যা ক্যানসার চিকিৎসায় ব্যবহৃত হয়।
হাসপাতালের সম্ভাব্য সাধারণ বর্জ্য পদার্থকাগজ, প্লাস্টিক, তরল বা অন্যান্য পদার্থ, যা উপযুক্ত তিনটি শ্রেণির অন্তর্ভুক্ত নয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment