হিমাচল প্রদেশ কেন বিরল জনবসতিযুক্ত অঞ্চলের অন্তর্গত? 

হিমাচল প্রদেশ কেন বিরল জনবসতিযুক্ত অঞ্চলের অন্তর্গত?   Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

হিমাচল প্রদেশ বিরল জনবসতিযুক্ত অঞ্চলের অন্তর্গত হওয়ার কারণ: ভারতের অন্যতম বিরল জনবসতি অঞ্চলের অন্তর্গত একটি রাজ্য হল হিমাচল প্রদেশ। 2011 সালের জনগণনা অনুসারে সমগ্র রাজ্যটির লােকসংখ্যা মাত্র 68 লক্ষ 56 হাজার 509 জন এবং লােকসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলােমিটারে মাত্র 123 জন। রাজ্যটিতে এরূপ বিরল জনবসতির কারণগুলি হল— 

1. বন্ধুর ও পৰ্বৰ্তময় ভূপ্রকৃতি: এখানকার অধিকাংশ এলাকা বন্ধুর ও পর্বতময়, কৃষিযােগ্য ভূমি খুবই কম। ফলে কৃষিকাজে বা কৃষিভিত্তিক জীবিকানির্বাহে বিশেষ অসুবিধা হয়। 

2. অনুর্বর মৃত্তিকা: ঢালু ভূমিরূপের জন্য বেশিরভাগ জায়গায় মৃত্তিকা অগভীর এবং অনুর্বর। ফলে এই মৃত্তিকায় ফসল ভালাে হয় না। 

3. শীতল জলবায়ু: এখানকার জলবায়ু বিশেষত শীতকালীন আবহাওয়া জীবনধারণের ক্ষেত্রে খুবই অনুপযুক্ত।

4. শিল্পের কাঁচামাল ও শক্তিসম্পদের অভাব: খনিজ কাঁচামাল ও শক্তিসম্পদের অভাবে এখানে শিল্পের বিকাশ সম্ভব হয়নি। 

5. অনুন্নত পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থা: অনুন্নত পরিবহণ ও যােগাযােগ ব্যবস্থার জন্য রাজ্যটি বিরল জনবসতি অঞ্চলে পরিণত হয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment