Class 10 Class 10 Geography হিমালয় পর্বতে আরােহণকারীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন কেন?

হিমালয় পর্বতে আরােহণকারীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন কেন?

হিমালয় পর্বতে আরােহণকারীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন কেন? Class 10 | Geography | 3 Marks

উত্তর: হিমালয় পর্বতে আরােহণকারীদের অক্সিজেন সিলিন্ডার ব্যবহারের কারণ : সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ বেশি এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ওপরের দিকে মাধ্যকর্ষণ শক্তির টান কমে যায় বলে বায়ুস্তরও ক্রমশ হালকা বা পাতলা হতে থাকে। অর্থাৎ, ক্রমশ ওপরের দিকে বায়ুর ঘনত্ব এবং ওজন তথা বায়ুচাপ কম। বায়ুর চাপ কমে গেলে বায়ুর ঘনত্ব হ্রাস পায়, ফলে ওপরের বায়ুতে অক্সিজেনের পরিমাণও কমে যায়। তাই সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রমশ ওপরের দিকে আমাদের শ্বাস নিতে খুব কষ্ট হয়। হিসাব করে দেখা গেছে, কোনাে স্থানের সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ পড়ে, তার থেকে 6 কিমি উচ্চতায় বায়ুর চাপ অর্ধেক কমে 50% হয়। 18 কিমি উচ্চতায় চাপ 90 ভাগ কমে 10% হয় এবং 32 কিমি উচ্চতায় 99 ভাগ কমে মাত্র 1% হয়। অর্থাৎ বায়ুর 99% ভর ভূপৃষ্ঠ থেকে মাত্র 32 কিমি উচ্চতার মধ্যেই থাকে। সুতরাং, সুউচ্চ হিমালয় পর্বতে (যার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মি) বায়ুর চাপ ভূপৃষ্ঠের তুলনায় কম, তাই হিমালয় পর্বতে আরােহণকারীরা অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করেন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment