উত্তর: হিমালয় পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের বণ্টন: হিমালয় পার্বত্য অলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য হয়। বলে পর্বতের পাদদেশ থেকে ক্রমশ ওপরের দিকে স্বাভাবিক উদ্ভিদের অনেক বৈচিত্র্য লক্ষ করা যায়, যথা—
চিরসবুজ অরণ্য : আঞ্চলিক বণ্টন: পূর্ব হিমালয়ের পাদদেশ অলে অর্থাৎ 1000-2000 মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঙুল। প্রধান প্রধান উদ্ভিদ: শিশু, চাপলাস, গর্জন প্রভৃতি এই অঞলের প্রধান উদ্ভিদ। সৃষ্টির কারণ: উষ্ণতা ও বৃষ্টিপাতের আধিক্য (উষ্ণতা 30°-35° সে, বার্ষিক বৃষ্টিপাত 200 সেমির অধিক) এই অরণ্যের বিকাশে সহায়ক।
মিশ্র বনভূমি: আঞ্চলিক বণ্টন: পূর্ব হিমালয়ের 1000-2500 মি এবং পশ্চিম হিমালয়ের 500-2000 মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। প্রধান প্রধান উদ্ভিদ: পপলার, ওক, ম্যাপল, বার্চ, লরেল প্রভৃতি এই অঞ্চলের প্রধান উদ্ভিদ। সৃষ্টির কারণ: উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাসের কারণে নাতিশীতােয় পর্ণমােচী এবং নাতিশীতােয় চিরসবুজ— উভয়প্রকার বৃক্ষের একত্র সমাবেশ দেখা যা
সরলবর্গীয় বনভূমি : আঞ্চলিক বণ্টন: পূর্ব হিমালয়ের 2500-4000 মি এবং পশ্চিম হিমালয়ের 2000-3000 মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। প্রধান প্রধান উদ্ভিদ : পাইন, ফার, প্রুস, লরেল প্রভৃতি এই অঞ্চলের প্রধান উদ্ভিদ। সৃষ্টির কারণ : প্রবল তুষারপাতের হাত থেকে আত্মরক্ষার তাগিদে এখানে বিশেষ ধরনের অভিযােজনগত (শঙ্কু আকৃতির বৃক্ষ) বৈশিষ্ট্য সমন্বিত উদ্ভিদ জন্মায়।
আল্পীয় উদ্ভিদ : আঞ্চলিক বণ্টন: পূর্ব ও পশ্চিম হিমালয়ের সরলবর্গীয় বনভূমি অঞ্চলের আরও ওপরে প্রায় 4500 মি উচ্চতা পর্যন্ত বিস্তৃত অঞ্চল। প্রধান প্রধান উদ্ভিদ; জুনিপার, রডােডেনড্রন, লার্চ, ভূর্জ সহ নানারকমের তৃণ ও গুল্ম এখানে জন্মায়। সৃষ্টির কারণ : বছরের কিছুটা সময় মাটি বরফাবৃত থাকার পর বসন্তকালে বরফ গলে গেলে মৃদু শীতল। আবহাওয়ায় এই ধরনের উদ্ভিদ জন্মায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Good 👍