দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও

হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও

হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও

উত্তর: হিমবাহের কার্য মূলত তিন প্রকার। যেমন— A. ক্ষয়সাধন; B. বহন; C. সঞ্চয়। হিমবাহের গতি, বরফের গুরুত্ব ও শিলা প্রকৃতির উপর হিমবাহের ক্ষয়কার্যের ক্ষমতা নির্ভর করে। হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপ নিয়ে আলােচনা করাে হল— 

1) সার্ক বা করি: পার্বত্য হিমবাহের মস্তক দেশে অর্থাৎ উৎস ক্ষেত্রে হিমবাহের ক্ষয়কার্যের ফলে আরামকেদারার মতাে দেখতে যে ভূমিরূপ গঠিত হয় তাকে বলে সার্ক বা করি। এটি ফ্রান্সে সার্ক, ইংল্যান্ডে করি; জার্মানিতে কার ওয়েলসে ঝুম, স্ক্যান্ডিনেভিয়ায় বটন, নরওয়ে বন নামে পরিচিত।

গঠন: সার্কের তিনটি অংশ থাকে। 

(i) খাড়া দেওয়াল: এটি হিমবাহের উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্যের ফলে গঠিত। 

(ii) বেসিন: মধ্যভাগে অবঘর্ষ ও উৎপাটন প্রক্রিয়া সৃষ্ট শর্ত বেসিন। 

(iii) চৌকাঠ: কম ক্ষয় দ্বারা সৃষ্ট সম্মুখের চৌকাঠের ন্যায় উঁচু অংশ থাকে।

অনুকূল পরিবেশ: i. পর্বতে প্রচুর তুষারপাত; ii. হিমবাহে প্রবাহপথে সমসস্থ শিলার উপস্থিতি; iii. পূর্বের নদী উপত্যকার উপস্থিতি।

উদাহরণ: অ্যান্টার্কটিকা ওয়ালকট নামক সার্ক।

চিত্র: সার্ক বা করি

2) ‘U’ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী: পার্বত্য অঞ্চলে পূর্বেকার নদী উপত্যকাগুলি হিমবাহের ঘর্ষণে ক্ষয়প্রাপ্ত হয়ে U আকৃতি প্রাপ্ত হলে যে ভূমিরূপ সৃষ্টি হয়, তাকে বলে হিমদ্রোণী। 

গঠন: অনেক সময় U আকৃতির উপত্যকায় শিলাস্তরের অসমান ক্ষয়ের ফলে গঠিত হয় হিমসােপান। এর তিনটি অংশ থাকে। i. রাইজার; ii. রিগ্যাল; ii. ট্রেড।

বৈশিষ্ট্য: (i) অনেক সময় এইরকম গভীর উপত্যকায় হিমবাহ গলাজল জমে হ্রদ তৈরি হয়। 

(ii) হিমদ্ৰোণীতে হিমসােপান দেখা যায়। 

উদাহরণ: আমেরিকার ইয়ােসেমিতি উপত্যকা। 

চিত্র: হিমদ্রোণী

3) ঝুলন্ত উপত্যকা: অনেক সময় একটি বৃহৎ প্রধান হিমবাহের সঙ্গে কয়েকটি ছােটো ছােটো উপ-হিমবাহ এসে মিলিত হয়। এরূপ স্থলে প্রধান হিমবাহ সরে গেলে উপ-হিমবাহগুলি উপত্যকা প্রধান হিমবাহের উপর ঝুলন্ত অবস্থায় আছে বলে মনে হয়, একে ঝুলন্ত উপত্যকা বলে। 

বৈশিষ্ট্য: (i) উপ-হিমবাহগুলি প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকে।

(ii) ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয়।

উদাহরণ: (i) বদ্রীনাথের নিকট ঋষিগঙ্গা।

(ii) হিমালয় পর্বতের পর পর্বতের থেকে নিচের দিকে কুবের নামে ঝুলন্ত উপত্যকা।

চিত্র: ঝুলন্ত উপত্যকা

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

19 thoughts on “হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও”

Leave a Comment