হিমরেখা সর্বত্র একই উচ্চতায় থাকে না কেন? অথবা, হিমরেখার অবস্থান কীসের ওপর নির্ভর করে?

হিমরেখা সর্বত্র একই উচ্চতায় থাকে না কেন?
অথবা, হিমরেখার অবস্থান কীসের ওপর নির্ভর করে?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

হিমরেখা সর্বত্র একই উচ্চতায় না থাকার কারণ : পর্বতের গায়ে বা ভূপৃষ্ঠে যে উচ্চতার ওপর সারাবছর তুষার জমে থাকে বা যে উচ্চতার নীচে তুষার গলে জল হয়ে যায়, উচ্চতার সেই সীমারেখার নাম হিমরেখা। এই হিমরেখার উচ্চতা নির্ভর করে  —

1. অক্ষাংশ : উচ্চ অক্ষাংশের তুলনায় নিম্ন অক্ষাংশে উষ্ণতা বেশি তাই হিমরেখার উচ্চতাও উচ্চ অক্ষাংশে কম এবং নিম্ন অক্ষাংশে বেশি।
উদাহরণ: মেরু অঞলে হিমরেখার অবস্থান প্রায় সমুদ্রপৃষ্ঠ (0 মিটার) থেকে শুরু করে নাতিশীতােষ্ণ অঞলে 2000-2500 মিটার, ক্রান্তীয় অঞ্চলে 4000-4500 মিটার এবং নিরক্ষীয় অঞলে প্রায় 5500 মিটার উচ্চতায় অবস্থান করে। 

2. ভূমির ঢাল : নিরক্ষরেখার বিপরীত দিকে ঢালু ভূমির তুলনায় সূর্যরশ্মি বেশি পড়ে বলে নিরক্ষরেখার দিকে ঢালু ভূমি বেশি উত্তপ্ত হয় এবং এজন্য হিমরেখার উচ্চতাও বেশি হয়।
উদাহরণ: হিমালয়ের উত্তর ঢালের তুলনায় দক্ষিণ ঢালে অর্থাৎ নিরক্ষরেখামুখী ঢালে হিমরেখার উচ্চতা 1000 মিটারেরও বেশি হয়। 

3. ঋতুবৈচিত্র্য : ঋতু অনুসারে হিমরেখার অবস্থানে পার্থক্য হয়। গ্রীষ্মকালে হিমরেখা ওপরে উঠে যায়, আবার শীতকালে নেমে আসে।
উদাহরণ: শীতকালে হিমালয়ের কোনাে কোনাে অংশে হিমরেখা প্রায় 3700 মিটার পর্যন্ত নেমে এলেও গ্রীষ্মকালে তা প্রায় 4800 মিটার পর্যন্ত ওপরে উঠে যায়। এজন্য হিমালয়ের হিমরেখার উচ্চতা 4800 মিটার ধরা হয়। 

4. বায়ুপ্রবাহ : যেসব স্থানে উয় বায়ু প্রবাহিত হয় সেখানে হিমরেখার উচ্চতা বেশি হয়। আবার, পর্বতের একদিকে উষ্ণ বায়ু এবং অন্যদিকে শীতল বায়ু প্রবাহিত হলে উভয় দিকের মধ্যে হিমরেখার উচ্চতাতেও পার্থক্য হয়।
উদাহরণ: রকি পর্বতের পূর্ব ঢালে উঃ চিনুক বায়ুর প্রভাবে হিমরেখার উচ্চতা পশ্চিম ঢালের তুলনায় বেশি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।