হিমশৈল বলতে কী বােঝ?

হিমশৈল বলতে কী বােঝ? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks

উত্তর:-

ধারণা: ওলন্দাজ শব্দ ‘ijsberg’-এর আক্ষরিক অর্থ হল বরফের পর্বত। হিমমণ্ডলে সৃষ্ট মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগ বা সমুদ্র উপকুলীয় অংশ মূল হিমবাহ থেকে বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে বিশাল বা ক্ষুদ্রাকতি বরফের চাই হিসেবে ভাসমান থাকে, যা হিমশৈল নামে পরিচিত। 

বৈশিষ্ট্য: 1) এই ধরনের বরফের চাই অনেকসময় বিশাল বরফের স্তুপ রূপে সমুদ্রের জলে ভাসতে ভাসতে অগ্রসর হয়। 2) সমুদ্রে ভাসমান হিমশৈলের মােট আয়তনের মাত্র 1/10 ভাগ অংশ জলের ওপরে থাকে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment