হােমাে হাবিলিস কথাটির অর্থ কী? নতুন পাথরের যুগের কী কী পরিবর্তন লক্ষ করা যায়?

হােমাে হাবিলিস কথাটির অর্থ কী? নতুন পাথরের যুগের কী কী পরিবর্তন লক্ষ করা যায়? Mark 5

উত্তর: 

হোমো হাবিলিস কথার অর্থ 

হােমাে হাবিলিস কথার অর্থ হল দক্ষ মানুষ। 

নতুন পাথরের যুগের পরিবর্তনসমূহ 

[1] হাতিয়ার বানানাের কৌশল: নতুন পাথরের যুগে পাথরের হাতিয়ার বানানাের কৌশল অনেক উন্নত হয়েছিল। এই যুগে নানান রকমের পাথরের হাতিয়ার তৈরি শুরু হয়। 

[2] কৃষিকাজ: নতুন পাথরের যুগে প্রথম আদিম মানুষ কৃষিকাজ শেখে। কৃষিকাজ শেখার ফলে তারা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে শুরু করে। 

[3] স্থায়ী বসতি: কৃষিকাজ শুরুর পর কৃষি অঞ্চলে অর্থাৎ ক্ষেতের পাশে আদিম মানুষ স্থায়ী বসতি বানায়। কৃষি ও স্থায়ী বসতি আদিম মানুষের যাযাবর জীবনের অবসান ঘটায়। 

[4] জটিল সমাজ: নতুন পাথরের যুগে সমাজে জমি ও ফসলের সমান ভাগাভাগি ছিল না। কৃষিতে বাড়তি ফসল ফলানাে যেত। তাই সবাইকে অর্থাৎ পরিবারের সকল সদস্যকে চাষবাসের কাজ করতে হত না। চাষবাসের বাইরে থাকা ব্যক্তিরা কারিগরি বা অন্যান্য কাজ করতে পারত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment