Class 10 Class 10 Geography হুগলি শিল্পাঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করাে

হুগলি শিল্পাঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করাে

হুগলি শিল্পাঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করাে Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

হুগলি শিল্পাঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্রীভবনের কারণ 

হুগলি নদীর উভয় তীরে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি হল—

1. ইংরেজ সরকারের উদ্যোগ: ইংরেজ শাসনাধীন ভারতে 1911 সাল পর্যন্ত কলকাতাই ছিল ভারতের রাজধানী। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য রক্ষা ও বিস্তারের জন্য যান্ত্রিক উপকরণ সরবরাহের ছিল এবং সেজন্য কলকাতা ও তার আশেপাশে শিল্পকেন্দ স্থাপনে তারা বিশেষ আগ্রহী ছিল। ফলে এখানে পাশ্চাত্য কারিগরি সভ্যতার অনুপ্রবেশ ঘটে এবং তারই ফলশ্রুতিতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠে। 

2. মূলধন: বাণিজ্য ও ব্যাংকিং ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে। কলকাতার আত্মপ্রকাশ ঘটায় এই অঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রয়ােজনীয় মূলধন পেতে অসুবিধা হয়নি। 

3. সুলভ শ্রমিক: হুগলি নদীর তীরবর্তী অঞলের জনসংখ্যার ঘনত্ব। বেশি হওয়ায় শিল্পের জন্য প্রয়ােজনীয় শ্রমিক সহজেই পাওয়া যায়। 

4.কাঁচামাল পাওয়ার সুবিধা: ইঞ্জিনিয়ারিং শিল্পে কাঁচামাল হিসেবে সাধারণত লােহা ও ইস্পাত এবং কয়লা বেশি ব্যবহৃত হয়। কুলটিবানপুর এবং দুর্গাপুর লােহা ও ইস্পাত কারখানা (পশ্চিমবঙ্গ); জামশেদপুর লােহা ও ইস্পাত কারখানা (ঝাড়খণ্ড)-এর লােহা ও ইস্পাত এবং রানিগঞ্জ, সালানপুর (পশ্চিমবঙ্গ)-এর কয়লা পাওয়ার সুবিধা রয়েছে। 

5. জলের সহজলভ্যতা : এই শিল্পাঞ্চলের মাঝখান দিয়ে হুগলি নদী প্রবাহিত হওয়ায় শিল্পের প্রয়ােজনীয় জলও নদী থেকে সহজেই পাওয়া যায়।  

অন্যান্য কারণ

1. বিদ্যুৎশক্তির সহজলভ্যতা: ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই দিনকর্পোরেশন লিমিটেড-এর অধীনস্থ সাদার্ন, বজবজ, টিটাগড় প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শিল্পাঙ্কুলের প্রয়ােজনীয় বিদ্যুৎ পাওয়া যায়।

2. উন্নত পরিবহণ ব্যবস্থা : NH-16, 19, 34, 112 প্রভৃতি জাতীয় সড়কপথ এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথের মাধ্যমে পূর্ব ভারত-সহ দেশের অন্যান্য অংশের সঙ্গেও এই শিল্পাঞ্চলটি যুক্ত। হুগলি নদীর মাধ্যমে সুলভ জলপথ পরিবহণ ব্যবস্থাও এখানে গড়ে উঠেছে। 

3. বন্দরের নৈকট্য : কলকাতা বন্দর এই শিল্পাঞ্চলের কেন্দ্রে অবস্থিত হওয়ায় খুব সহজেই বিদেশ থেকে প্রয়ােজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ আমদানি এবং উৎপাদিত পণ্য বিদেশের বাজারে পাঠানাে সম্ভব হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “হুগলি শিল্পাঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করাে”

Leave a Comment