হুগলি শিল্পাঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্রীভবনের কারণ ব্যাখ্যা করাে Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks
উত্তর:-
হুগলি শিল্পাঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্রীভবনের কারণ
হুগলি নদীর উভয় তীরে নানা ধরনের ইঞ্জিনিয়ারিং শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি হল—
1. ইংরেজ সরকারের উদ্যোগ: ইংরেজ শাসনাধীন ভারতে 1911 সাল পর্যন্ত কলকাতাই ছিল ভারতের রাজধানী। ভারতে ব্রিটিশ সাম্রাজ্য রক্ষা ও বিস্তারের জন্য যান্ত্রিক উপকরণ সরবরাহের ছিল এবং সেজন্য কলকাতা ও তার আশেপাশে শিল্পকেন্দ স্থাপনে তারা বিশেষ আগ্রহী ছিল। ফলে এখানে পাশ্চাত্য কারিগরি সভ্যতার অনুপ্রবেশ ঘটে এবং তারই ফলশ্রুতিতে ইঞ্জিনিয়ারিং শিল্প গড়ে ওঠে।
2. মূলধন: বাণিজ্য ও ব্যাংকিং ব্যবস্থার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে। কলকাতার আত্মপ্রকাশ ঘটায় এই অঞ্চলে ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রয়ােজনীয় মূলধন পেতে অসুবিধা হয়নি।
3. সুলভ শ্রমিক: হুগলি নদীর তীরবর্তী অঞলের জনসংখ্যার ঘনত্ব। বেশি হওয়ায় শিল্পের জন্য প্রয়ােজনীয় শ্রমিক সহজেই পাওয়া যায়।
4.কাঁচামাল পাওয়ার সুবিধা: ইঞ্জিনিয়ারিং শিল্পে কাঁচামাল হিসেবে সাধারণত লােহা ও ইস্পাত এবং কয়লা বেশি ব্যবহৃত হয়। কুলটিবানপুর এবং দুর্গাপুর লােহা ও ইস্পাত কারখানা (পশ্চিমবঙ্গ); জামশেদপুর লােহা ও ইস্পাত কারখানা (ঝাড়খণ্ড)-এর লােহা ও ইস্পাত এবং রানিগঞ্জ, সালানপুর (পশ্চিমবঙ্গ)-এর কয়লা পাওয়ার সুবিধা রয়েছে।
5. জলের সহজলভ্যতা : এই শিল্পাঞ্চলের মাঝখান দিয়ে হুগলি নদী প্রবাহিত হওয়ায় শিল্পের প্রয়ােজনীয় জলও নদী থেকে সহজেই পাওয়া যায়।
অন্যান্য কারণ
1. বিদ্যুৎশক্তির সহজলভ্যতা: ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই দিনকর্পোরেশন লিমিটেড-এর অধীনস্থ সাদার্ন, বজবজ, টিটাগড় প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শিল্পাঙ্কুলের প্রয়ােজনীয় বিদ্যুৎ পাওয়া যায়।
2. উন্নত পরিবহণ ব্যবস্থা : NH-16, 19, 34, 112 প্রভৃতি জাতীয় সড়কপথ এবং পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেলপথের মাধ্যমে পূর্ব ভারত-সহ দেশের অন্যান্য অংশের সঙ্গেও এই শিল্পাঞ্চলটি যুক্ত। হুগলি নদীর মাধ্যমে সুলভ জলপথ পরিবহণ ব্যবস্থাও এখানে গড়ে উঠেছে।
3. বন্দরের নৈকট্য : কলকাতা বন্দর এই শিল্পাঞ্চলের কেন্দ্রে অবস্থিত হওয়ায় খুব সহজেই বিদেশ থেকে প্রয়ােজনীয় যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ আমদানি এবং উৎপাদিত পণ্য বিদেশের বাজারে পাঠানাে সম্ভব হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ