হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান প্রধান কারণগুলি লেখাে।

হরপ্পা সভ্যতা ধ্বংসের প্রধান প্রধান কারণগুলি লেখাে।
অথবা, হরপ্পা সভ্যতার পতনের জন্য কোন্ কোন্ কারণ দায়ী ছিল? 
অথবা, হরপ্পা সভ্যতা কেন ধ্বংস হয়েছিল বলে তােমার মনে হয়?
5 Marks/Class 6

উত্তর:

সূচনা: বিশাল ও বৈচিত্র্যময় হরপ্পা সভ্যতার অস্তিত্ব ধীরে ধীরে মুছে যেতে থাকে । 

হরপ্পা সভ্যতার শেষ পর্যায়/ধবংসের প্রধান কারণসমূহ : 

হঠাৎ করে একটি সভ্যতা শেষ হয়ে যায় না। বেশকিছু ঘটনার যােগফলে হরপ্পা সভ্যতার পতন বা অবনতি শুরু হয়েছিল। 

[1] বন্যা : মহেনজোদারাে নগরে বিরাট পাঁচিলের গায়ে কাদার চিহ্ন মিলেছে। মনে করা হয় বন্যার ফলেই সম্ভবত এই কাদা জমেছিল। সিন্ধু নদের এই বন্যায় মহেনজোদারাের ক্ষতি হয়েছিল। 

[2] বৃষ্টিপাত কমে যাওয়া  এশিয়া মহাদেশের অনেক জায়গাতেই বৃষ্টিপাত কমতে থাকে (খ্রিস্টপূর্ব ২২০০ অব্দ নাগাদ থেকে), ফলে এই সভ্যতার সমগ্র অঞ্চল জুড়ে শুষ্ক জলবায়ু দেখা যায়। শুষ্ক জলবায়ুর কারণে কৃষিকাজ সমস্যার মুখে পড়ে। তা ছাড়া বাড়ি তৈরির ইট পােড়ানাের জন্য চুল্লির জ্বালানিরূপে কাঠ ব্যবহার করা হত। গাছ কেটেই এই কাঠের জোগান দেওয়া হত। ব্যাপকভাবে গাছ কেটে নেওয়ার ফলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। 

[3] বাণিজ্যে ভাটা: মেসােপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্যে ভাটা পড়েছিল (আনুমানিক খ্রিস্টপূর্ব ১৯০০ অব্দের পর থেকে)। এর ফলে হরপ্পার অর্থনীতি সমস্যায় পড়ে। 

[4] নগর শাসনব্যবস্থার দুর্বলতা : ধীরে ধীরে হরপ্পার নগর শাসনব্যবস্থাও দুর্বল হয়ে পড়েছিল। এইসব সমস্যাগুলি থেকে মুক্ত হতে না পারায় হরপ্পা সভ্যতা শেষ পর্যায়ে পৌঁছােয় ও ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment