হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল?
অথবা, সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা কেমন ছিল? 5 Marks/Class 6
উত্তর:–
সূচনা: হরপ্পা, মহেনজোদারাে, চানহুদাড়াে, লােথাল, কালিবগান প্রভৃতি স্থানে পরিকল্পিত আধুনিক নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা —
[1] নগর এলাকা : হরপ্পার নগরগুলিতে বসতি অঞল দুভাগে বিভক্ত ছিল। শহরের উঁচু এলাকা বা সিটাডেল অবস্থিত ছিল নগরের উত্তর বা উত্তর-পশ্চিম দিকে। নীচু বসতি এলাকাটি অবস্থিত ছিল পূর্ব বা দক্ষিণ-পূর্ব অংশে।
[2] ঘরবাড়ি : হরপ্পা সভ্যতায় ঘরবাড়িগুলি ছিল পােড়া ইটের তৈরি। হরপ্পা সভ্যতায় যেমন দোতলাতিনতলা বড়াে বাড়ি ছিল, তেমনই মাঝারি ও খুব ছােটো বাড়িও ছিল। বসত বাড়িগুলিতে বেশকিছু ঘর থাকলেও সেগুলিতে রান্নাঘর থাকত একটি করে, যা থেকে অনুমান করা হয় যে সেই সময়ে যৌথ পরিবারের অস্তিত্ব ছিল।
[3] রাস্তাঘাট : মহেনজোদারাে ও হরপ্পার চওড়া, পাকা রাস্তাগুলি সাধারণত উত্তর-দক্ষিণ দিকে প্রসারিত ছিল। তুলনায় কম চওড়া রাস্তা ও সরু গলিগুলি ছিল পূর্ব-পশ্চিমে প্রসারিত। রাস্তাগুলির দুধারে বাঁধানাে ফুটপাথও ছিল।
[4] পয়ঃপ্রণালী : মহেনজোদারাের নীচু এলাকায় প্রায় ২০০০ বাড়ির জন্য অন্তত ২৭ টি কুয়াে ছিল। তবে হরপ্পায় এত সংখ্যক কুয়াে না থাকলেও প্রতিটি বাড়িতে শৌচাগার ছিল। ঢাকা নর্দমার সাহায্যে সুপরিকল্পিত জলনিকাশি ব্যবস্থা ছিল হরপ্পায়। প্রতিটি বাড়ি থেকে ছােটো নালার জল গিয়ে মিশত বড়াে নর্দমাগুলিতে।
একটি আধুনিক নগরের যা যা বৈশিষ্ট্য থাকা উচিত তার প্রায় সবই হরপ্পা সভ্যতায় বর্তমান ছিল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।