সিন্ধুর অধিবাসীদের ধর্মীয় জীবন কেমন ছিল?
অথবা, হরপ্পা সভ্যতার মানুষের ধর্মবিশ্বাস সম্বন্ধে লেখাে।
অথবা, টীকা লেখাে: হরপ্পার ধর্ম l
অথবা, হরপ্পা সভ্যতার ধর্ম লেখাে। 3 Marks/Class 6
উত্তর:–
সিন্ধুর অধিবাসীদের ধর্মীয় জীবনের বিভিন্ন দিকগুলি হল —
[1] মাতৃপূজা : প্রত্নতাত্ত্বিকদের মতে, হরপ্পায় প্রাপ্ত পােড়ামাটির নারীমুর্তিগুলিকে হরপ্পা বা সিন্ধুর অধিবাসীরা মাতৃজ্ঞানে পূজা করত।
[2] যােগীমূর্তি : হরপ্পা সভ্যতার মহেনজোদারােতে প্রাপ্ত এক সিলমােহরে এক যােগীমুর্তি ও তার পাশে গন্ডার, বাঘ, হাতি ও ষাঁড় দেখে মনে করা হয়, যে তারা আদি পশুপতি শিবের পূজা করত।
[3] জীবজন্তু ও গাছপালার পূজো : হরপ্পায় পাওয়া সিলমােহরে ষাঁড়ের ছাপ দেখে মনে করা হয় যে, তারা ষাঁড়ের পূজা করত। তা ছাড়া সিলমােহর ও মাটির পাত্রে অশ্বথ গাছ ও পাতার ছবি দেখে মনে করা হয় যে, তারা এই গাছকে দেবতা হিসেবে পূজো করত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।