হরপ্পা সভ্যতার কারিগরি শিল্পের পরিচয় দাও।5 Marks/Class 6
উত্তর:–
সূচনা: হরপ্পা সভ্যতার অর্থনীতির অন্যতম দিক ছিল এর কারিগরি শিল্প।
হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প :
[1] পাথর ও ধাতুর ব্যবহার : হরপ্পার কারিগরি শিল্পে পাথর ও ধাতু দুইয়েরই ব্যবহার হত। হরপ্পাবাসী লােহার ব্যবহার জানত না, তাই তারা কারিগরি শিল্পে তামা, কাসা ও ব্রোঞ্জ ধাতু ব্যবহার করত। এই সভ্যতায় তামা ও কাঁসার তৈরি ছুরি, কুঠার, বাটালি এবং মাটি ও ধাতুর তৈরি বাসনপত্র পাওয়া গেছে। জানা গেছে এই সভ্যতায় পাথরের ছুরি তৈরির কারখানা ছিল।
[2] মাটির পাত্র : হরপ্পা সভ্যতায় নানা ধরনের মাটির পাত্র তৈরি হত। প্রতিদিনের ব্যবহার উপযােগী পাত্রই বেশি তৈরি করা হত এবং মাটির পাত্রগুলি পােড়ানাের ফলে সেগুলির রং হত লালচে। কিছু। মাটির পাত্রের গায়ে চকচকে পালিশ বা উজ্জ্বল কালাে রঙের নকশা আঁকা হত। প্রত্নতাত্ত্বিকরা এই ধরনের পাত্রগুলিকে ‘লালকালাে মাটির পাত্র’ বলে উল্লেখ করেছেন।
[3] কাপড় বােনা মহেনজোদারােতে পুরােনাে কাপড় তৈরির নিদর্শন মিলেছে। পাশাপাশি এই সভ্যতায় কাপড়ে সুতাের কাজ করা শিল্পেরও চল ছিল, যার প্রমাণ মেলে মহেনজোদারােয় প্রাপ্ত এক পুরুষ মূর্তির গায়ের পােশাক থেকে।
[4] ইট তৈরির শিল্প হরপ্পা সভ্যতায় কাদামাটির ইট ও চুল্লিতে পােড়ানাে পাকা ইট দুইয়েরই ব্যবহার হত।
[5] মালার দানা হরপ্পা সভ্যতায় সােনা, তামা, শাঁখ, দামি-কমদামি পাথর, হাতির দাঁত প্রভৃতির দ্বারা মালার দানা তৈরি করা হত।
[6] ব্রোঞ্জ ও পােড়ামাটির মূর্তি তৈরি : হরপ্পা সভ্যতায় ব্রোঞ্জের নারীমূর্তি ছাড়াও পােড়ামাটি দিয়ে নারীমূর্তি, পশু ও পাখির মূর্তি তৈরি করা হত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।