হরপ্পা সভ্যতার কৃষি সম্পর্কে যা জান লেখাে।

হরপ্পা সভ্যতার কৃষি সম্পর্কে যা জান লেখাে। 3 Marks/Class 6

উত্তর:

কৃষিজাত ফসল : হরপ্পা সভ্যতায় গ্রামগুলিতে নানা ধরনের ফসলের চাষ হত। গম, যব, জোয়ার, বাজরা, নানারকম ডাল, সরষে, ধান, তুলাে, তিল প্রভৃতি ফসলের চাষ হত। কেবলমাত্র গুজরাটের রংপুর ও লােথালে ধানের চিহ্ন মেলায় মনে করা হয় সব জায়গায় ধানের ফলন হত না।

কৃষির গুরুত্ব : নগরে সরাসরি খাদ্য উৎপাদন হত না। খাদ্যশস্যের জন্য নগরবাসীরা গ্রামের ওপর নির্ভরশীল ছিল।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment