হরপ্পা সভ্যতার লিপি কী ?

টীকা লেখাে: হরপ্পা সভ্যতার লিপি।
হরপ্পা সভ্যতার লিপি কী?  5 Marks/Class 6

উত্তর:

সূচনা: প্রায় ইতিহাস যুগের সভ্যতা, হরপ্পা সম্পর্কে জানতে এই সভ্যতায় প্রাপ্ত লিপির মূল্য অপরিসীম। 

হরপ্পা সভ্যতার লিপি : 

[1] দুর্বোধ্য: হরপ্পাবাসীরা লিখতে পারত। কিন্তু সেই লিপি আজ অবধি পড়া সম্ভব হয়নি। শুধু লিপি দেখে এই সভ্যতা সম্বন্ধে খানিকটা অনুমান করা গেছে। 

[2] সাংকেতিক: হরপ্পার লিপিগুলি সাংকেতিক, লিপিগুলিতে সর্বমােট ৩৭৫ থেকে ৪০০টির মতাে চিহ্ন আছে। তবে মনে করা হয় হরপ্পার লিপিতে বর্ণমালা ছিল না এবং লিপিতে ব্যবহৃত ছােটো চিহ্নগুলি সম্ভবত সংখ্যাকে বােঝাত। 

[3] লিপি লেখার নিয়ম : হরপ্পার লিপিগুলি লেখা হত ডানদিক থেকে বামদিকে। 

[4] দ্রাবিড় ভাষার সঙ্গে মিল : অনেকের অনুমান দ্রাবিড় ভাষার সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল।

[5] মাধ্যম :পাত্র, সিলমােহর, তামার ফলকসহ নানা জিনিসের ওপরেই হরপ্পার লিপির খোঁজ পাওয়া গেছে। এই সভ্যতার ঢােলাবিরা কেন্দ্র থেকে সাইনবাের্ডের মতাে একটি জিনিস মিলেছে। 

[6] গুরত্ব: বলা চলে, হরপ্পা সভ্যতার উন্নতির নমুনা হল তার লিপিগুলি। এই লিপিগুলি ঠিকমতাে ও সম্পূর্ণ পড়া গেলে ভারতীয় উপমহাদেশের অনেক অজানা কথা জানা যাবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment