তােমার জানা কোনাে একটি শহরের সঙ্গে হরপ্পা সভ্যতার শহরের মিল ও অমিলগুলি লেখ l 5 Marks/Class 6
উত্তর:–
মিলগুলি হল—
বিষয় | আমার জানা একটি শহর | হরপ্পা সভ্যতার শহর |
1. নির্মাণ কৌশল | আমার জানা হাওড়া শহরের নির্মাণ কৌশলে আধুনিকতার ছোঁয়া রয়েছে। সুপ্রশস্ত রাস্তাঘাট, উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থা, রাস্তায় আলাের ব্যবস্থা, ফুটপাথ প্রভৃতির সুবন্দোবস্ত রয়েছে। এই শহরের বাড়িঘরগুলিও পরিকল্পনামাফিক তৈরি হয়েছে। | হরপ্পা সভ্যতার নগরগুলিতেও আমরা আধুনিকতার ছোঁয়া লক্ষ করি। এই সভ্যতার অন্তর্গত রােপার, লােথাল, কালিবঙ্গান, বানাওয়ালি প্রভৃতি নগরগুলিতেও বাঁধানাে ফুটপাথ, পরিকল্পিত বাড়িঘর ও পয়ঃপ্রণালী ব্যবস্থা ছিল। সুতরাং সেখানেও আজকের দিনের মতােই আধুনিক নগরকাঠামাে ছিল। |
2. শাসনগত রূপ | আজকের আধুনিক নগরজীবন পৌরশাসনব্যবস্থার অধীনে রয়েছে। তাই আজকের নগরগুলির যাবতীয় কাজকর্ম করে থাকে পৌরসভা। | হরপ্পা সভ্যতার নগরগুলিতেও পৌরশাসনের অস্তিত্ব ছিল। সেই সময় প্রতিটি নগর পরিচালনা করার দায়িত্ব পালন করত তার নিজস্ব পৌরপ্রতিষ্ঠান। |
অমিলগুলি হল—
বিষয়। | আমার জানা একটি শহর | হরপ্পা সভ্যতার শহর |
1. প্রাচীনত্ব | আমার জানা হাওড়া শহরটি প্রাচীনত্বের বিচারে ঐতিহাসিক পর্বের অন্তর্গত আধুনিক যুগের একটি শহর। সেখানে আধুনিক বৈদ্যুতিক আলাের ব্যবস্থা রয়েছে। | হরপ্পা সভ্যতার যে-কোনাে শহর প্রায়-ঐতিহাসিক পর্বের তাম্র-প্রস্তর যুগের অন্তর্গত। সে সময় আধুনিক বৈদ্যুতিক আলাে ব্যবহারের কোনাে চল ছিল না। |
2. সুরক্ষা ব্যবস্থা | আমার জানা হাওড়া শহরটি আধুনিক প্রযুক্তির সাহায্যে অগ্নিকাণ্ড, বন্যা, প্রভৃতি বিপর্যয় মােকাবিলায় সক্ষম। | হরপ্পা সভ্যতার শহরগুলি প্রাকৃতিক বিপর্যয় ও বিদেশি শত্রুর আক্রমণ মােকাবিলায় তেমন পারদর্শী ছিল না, তাই শেষপর্যন্ত তারা অবলুপ্তির দিকে এগােয়। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।