হরপ্পা সভ্যতার সঙ্গে মেসসাপটেমিয়ার বাণিজ্যিক সম্পর্ক কেমন ছিল? 3 Marks/Class 6
উত্তর:–
হরপ্পা সভ্যতার ২৩টি সিলমােহর মিলেছে মেসােপটেমিয়ায়। এই সিলমােহরগুলি থেকে বােঝা যায় যে হরপ্পা ও মেসােপটেমিয়া উভয় সভ্যতার মধ্যে বাণিজ্যিক লেনদেন ছিল। মেসােপটেমিয়াতে হরপ্পার বণিকরা সম্ভবত বাণিজ্যিক উদ্দেশ্যে স্থায়ীভাবে বসবাস করত। মেসােপটেমিয়াতে একটি সিলমােহরে খােদাই করা লিপি মিলেছে। এই লিপিটি পড়ে জানা যায় হরপ্পার সঙ্গে মেসােপটেমিয়ার জলপথে বাণিজ্য চলত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।