Class 6 Class 6 History হরপ্পা সভ্যতার সিলমােহর সম্বন্ধে যা জানাে লেখাে।

হরপ্পা সভ্যতার সিলমােহর সম্বন্ধে যা জানাে লেখাে।

টীকা লেখাে: হরপ্পা সভ্যতার সিলমােহর। 
অথবা, হরপ্পা সভ্যতার সিলমােহর সম্বন্ধে যা জানাে লেখাে। 5 Marks/Class 6

উত্তর:

হরপ্পার সভ্যতার প্রত্নতাত্ত্বিকরা অনেক সিলমােহর পেয়েছেন। 

[1] গঠন : হরপ্পা সভ্যতায় পাওয়া সিলমােহরগুলি এক ধরনের নরম পাথর কেটে তৈরি করা হয়েছিল। অধিকাংশ সিলমােহরে একটি উলটো নকশা খােদাই করা হত (তাই দেখা যায় ভিজে কাদামাটিতে ওই সিলমােহরটির ছাপ দিলে তা সােজা হয়ে পড়ত)। সিলমােহরগুলি তৈরির পরে এক ধরনের সাদা জিনিস মাখিয়ে সেগুলি পােড়ানাে হত। 

[2] খােদাই করা বিষয়সমূহ : সিলমােহরগুলিতে নানা লিপি, প্রতীক চিহ্ন, এক শিংওয়ালা কল্পিত প্রাণী, শিংওয়ালা মানুষ, যাঁড়, গাছ ও জ্যামিতিক নকশা খােদাই করা হত। 

[3] গুরুত্ব : হরপ্পা সভ্যতার সিলমােহরগুলি থেকে এই সভ্যতার অর্থনীতি ও ধর্মবিশ্বাস বিষয়ে অনেক কিছু জানা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!