হরপ্পা সভ্যতার যােগাযােগ ব্যবস্থা কীরূপ ছিল ? 3 Marks/Class 6
উত্তর:–
প্রত্নতত্ত্ববিদ স্যার মর্টিমার হুইলার মনে করেন যে, সিন্ধুবাসীরা পরিবহণের মাধ্যম হিসেবে উট, গাধা ও ঘােড়া ব্যবহার করত। গাধা ও উট সম্ভবত ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে আনা হত। সিন্ধুবাসী দু-চাকাবিশিষ্ট ঠেলাগাড়ি এবং গােরু, ষাঁড় ও গাধায় টানা গাড়িও পরিবহণের মাধ্যম হিসেবে ব্যবহার করত। প্রাপ্ত কিছু সিলমােহরে নৌকা, মাঝি, মাস্তুল, নােঙর ও জাহাজের ছবি আছে। স্থল ও জলপথে হরপ্পা সভ্যতার দেশীয় ও বিদেশি বাণিজ্য চলত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।