Suggestion Higher Secondary Suggestion 2025 HS 3rd Semester Bengali Suggestion 2025 | Top 99 MCQ | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন ২০২৫

HS 3rd Semester Bengali Suggestion 2025 | Top 99 MCQ | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা সাজেশন ২০২৫

প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা HS 3rd Semester Bengali Suggestion 2025 উপস্থাপন করেছি।

উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার সাজেশন ২০২৫

বিষয় – বাংলা


HS 3rd Semester Bengali Suggestion 2025

অংশ ১ : ভাষাবিজ্ঞানের শাখা-প্রশাখা

১. অর্থতত্ত্বের ইংরেজি নাম –
উত্তর:
Semantics

২. ধ্বনিবিজ্ঞান ইংরেজিতে—
উত্তর:
Phonetics

৩. প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান ব্যবহৃত হয়-
উত্তর:
ভাষা শিক্ষা

৪. অভিধান প্রণয়ন কোন শাখায়?
উত্তর:
লেক্সিকোগ্রাফি

৫. ধ্বনিতত্ত্ব ও ধ্বনিবিজ্ঞান পার্থক্য—
উত্তর:
ধ্বনিতত্ত্ব মানসিক, ধ্বনিবিজ্ঞান উচ্চারণভিত্তিক

৬. ভাষার সমাজভিত্তিক দিক—
উত্তর:
সমাজভাষাবিজ্ঞান

৭. ভাষার মানসিক প্রক্রিয়া নিয়ে গবেষণা—
উত্তর:
মনোভাষাবিজ্ঞান

৮. ভাষার ইতিহাস আলোচনার শাখা—
উত্তর:
ঐতিহাসিক ভাষাতত্ত্ব

৯. অভিধান প্রণয়ন শাখা—
উত্তর:
Lexicography

১০. ধ্বনিতত্ত্ব কয় প্রকার?
উত্তর:
৩ প্রকার

১১. শব্দের গঠন বিশ্লেষণ করে—
উত্তর:
রূপতত্ত্ব

১২. বাক্যের গঠন বিশ্লেষণ করে—
উত্তর
: বাক্যতত্ত্ব

১৩. শব্দের অর্থ পরিবর্তন নিয়ে গবেষণা—
উত্তর:
অর্থতত্ত্ব

১৪. ভাষার ব্যবহারিক দিক নিয়ে গবেষণা—
উত্তর:
প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান

১৫. বাংলা ভাষাবিজ্ঞানকে বৈজ্ঞানিকভাবে প্ৰথম বিশ্লেষণ করেছিলেন—
উত্তর:
সুনীতিকুমার চট্টোপাধ্যায়

১৬. ভাষাবিজ্ঞান কাকে বলে?
(ক) অলঙ্কার শাস্ত্র
(খ) ব্যাকরণ
(গ) ভাষার বৈজ্ঞানিক অধ্যয়ন
(ঘ) শব্দকোষ

উত্তর: (গ) ভাষার বৈজ্ঞানিক অধ্যয়ন

১৭. ভাষাবিজ্ঞানের জনক কে?
উত্তর:
ফের্দিনান্দ দ্য সসুর

১৮. ধ্বনিতত্ত্ব ভাষাবিজ্ঞানের কোন শাখা?
উত্তর:
ধ্বনিবিজ্ঞান

১৯. শব্দতত্ত্ব কোন শাখার অন্তর্গত?
উত্তর:
রূপতত্ত্ব

২০. রূপতত্ত্বে কী অধ্যয়ন করা হয়?
উত্তর:
শব্দের গঠন

২১. বাক্যতত্ত্বে কী আলোচিত হয়?
উত্তর:
বাক্যের গঠন ও নিয়ম

২২. ভাষার উৎপত্তি নিয়ে গবেষণা হলো-
উত্তর:
উৎপত্তিতত্ত্ব

২৩. ‘অর্থতত্ত্ব’ আলোচনায় থাকে—
উত্তর:
শব্দের অর্থ

২৪. ভাষা শিক্ষা-শেখানোতে সাহায্য করে—
উত্তর:
প্রয়োগমূলক ভাষাবিজ্ঞান

২৫. ব্যাকরণ বনাম ভাষাবিজ্ঞান—
উত্তর:
ব্যাকরণ সাহিত্যভিত্তিক, ভাষাবিজ্ঞান বৈজ্ঞানিক

২৬. ধ্বনিতত্ত্বের প্রধান শাখা কয়টি?
উত্তর:

২৭. তুলনামূলক ভাষাবিজ্ঞান কাকে বলে?
উত্তর:
ভাষার পারস্পরিক তুলনা

২৮. ধ্বনির উৎপত্তি বিশ্লেষণ করে—
উত্তর:
ধ্বনিতত্ত্ব

২৯. শব্দতত্ত্বের ইংরেজি নাম-
উত্তর:
Morphology

৩০. বাক্যতত্ত্বের ইংরেজি নাম-
উত্তর:
Syntax

অংশ ২ : ধ্বনিতত্ত্ব

৩১. বাংলা ভাষায় স্বরবর্ণ কয়টি?
উত্তর:
১১

৩২. ‘হ’ কোন শ্রেণির?
উত্তর:
কণ্ঠ্য ঘর্ষধ্বনি

৩৩. বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনি কয়টি?
উত্তর:

৩৪. বাংলা ভাষার অযুগ্ম ব্যঞ্জনধ্বনি কয়টি?
উত্তর:

৩৫. বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ কয়টি?
উত্তর:
৩৯

৩৬. স্বরধ্বনি কীভাবে হয়?
উত্তর:
বাধাহীনভাবে উচ্চারিত ধ্বনি

৩৭. ব্যঞ্জনধ্বনি কীভাবে হয়?
উত্তর:
শ্বাসবায়ুর বাধা সৃষ্টি করে

৩৮. বাংলা নাসিক্য ধ্বনি কয়টি?
উত্তর:

৩৯. বাংলা ভাষায় দ্বিত্বধ্বনি কয়টি?
উত্তর:
২ (ঐ, ঔ)

৪০. অঘোষ ধ্বনি কয়টি?
উত্তর:
২১

৪১. সঘোষ ধ্বনি কয়টি?
উত্তর:
১৮

৪২. বাংলা ভাষায় কণ্ঠ্য ধ্বনি কয়টি?
উত্তর:

৪৩. বাংলা ভাষায় মূর্ধন্য ধ্বনি কয়টি?
উত্তর:

৪৪. ‘শ’ কোন শ্রেণির?
উত্তর:
তালব্য ঘর্ষধ্বনি

৪৫. বাংলা ভাষায় দন্ত্য ধ্বনি কয়টি?
উত্তর:

৪৬. বাংলা ভাষায় ওষ্ঠ্য ধ্বনি কয়টি?
উত্তর:

৪৭. বাংলা ভাষায় তালব্য ধ্বনি কয়টি?
উত্তর:

৪৮. নাসিক্য ধ্বনির উদাহরণ—
উত্তর:
ঙ, ঞ, ন, ম, ণ

৪৯. স্পর্শধ্বনি কী?
উত্তর:
শ্বাসবায়ু সম্পূর্ণ রোধ করে উৎপন্ন ধ্বনি

৫০. স্পর্শধ্বনি বাংলা ভাষায় কয়টি?
উত্তর:
২৫

৫১. ঘর্ষধ্বনি কয়টি?
উত্তর:

৫২. অর্ধস্বরধ্বনি কয়টি?
উত্তর:
২ (য, র)

৫৩. বাংলা ভাষায় ঘোষ ধ্বনি বলতে বোঝায়—
উত্তর:
কণ্ঠনালী কাঁপিয়ে উৎপন্ন ধ্বনি

৫৪. বাংলা ভাষায় অঘোষ ধ্বনি বলতে বোঝায়—
উত্তর:
কণ্ঠনালী না কাঁপিয়ে উৎপন্ন ধ্বনি

৫৫. বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনির প্রধান শ্রেণি কয়টি?
উত্তর:
৫ (কণ্ঠ্য, তালব্য, মূর্ধন্য, দন্ত্য, ওষ্ঠ্য)

৫৬. উচ্চারণস্থলের ভিত্তিতে বাংলা ধ্বনি কয় শ্রেণির?
উত্তর:

৫৭. উচ্চারণভঙ্গির ভিত্তিতে ধ্বনি কয় প্রকার?
উত্তর:
৩ (স্পর্শ, ঘর্ষ, অর্ধস্বর)

৫৮. নাসিক্য ধ্বনি কয়টি?
উত্তর:

৫৯. অনুনাসিক ধ্বনি কয়টি?
উত্তর:

৬০. বাংলা ভাষায় অযুগ্ম ধ্বনি কয়টি?
উত্তর:

৬১. যুগ্মধ্বনি কয়টি?
উত্তর:

৬২. বাংলা ভাষায় মৌলিক ধ্বনি কয়টি?
উত্তর:
৫৮

৬৩. ‘ঙ’ ধ্বনি কোন শ্রেণির?
উত্তর:
কণ্ঠ্য নাসিক্য

৬৪. ‘ণ’ কোন শ্রেণির ধ্বনি?
উত্তর:
মূর্ধন্য নাসিক্য

৬৫. ‘ফ’ কোন শ্রেণির?
উত্তর:
ওষ্ঠ্য অঘোষ স্পর্শধ্বনি

শব্দার্থতত্ত্ব

৬৬. শব্দার্থতত্ত্ব কোন শাখার অন্তর্গত?
(ক) রূপতত্ত্ব
(খ) ধ্বনিতত্ত্ব
(গ) অর্থতত্ত্ব
(ঘ) বাক্যতত্ত্ব
উত্তর:
(গ) অর্থতত্ত্ব

৬৭. ‘মরাল’ শব্দে হাঁস বোঝালে তা কোন অর্থ?
উত্তর:
প্রকৃত অর্থ

৬৮. বহুর্থক শব্দের ইংরেজি নাম কী?
উত্তর:
Polysemy

৬৯. সমার্থক শব্দের ইংরেজি নাম কী?
উত্তর:
Synonym

৭০. বিপরীতার্থক শব্দের ইংরেজি নাম কী?
উত্তর:
Antonym

৭১. ‘অতিথি ́ শব্দের আদি অর্থ কী?
উত্তর:
যে ব্যক্তি ‘তিথি’ মেনে আসে না

৭২. ‘চন্দ্ৰ’ ও ‘শশী’—এ উদাহরণ কী?
উত্তর:
সমার্থক

৭৩. ‘কাল’ শব্দে সময় ও মৃত্যু—এ উদাহরণ কী?
উত্তর:
বহুর্থক শব্দ

৭৪. ‘পাতা’ শব্দে গাছের অঙ্গ ও বইয়ের পৃষ্ঠা—এ উদাহরণ কী?
উত্তর:
বহুর্থকতা

৭৫. ‘শত্রু’ ও ‘মিত্র’—এ উদাহরণ কী?
উত্তর:
বিপরীতার্থক

৭৬. ‘শুভ ́ ও ‘কল্যাণ’—এ উদাহরণ কী?
উত্তর:
সমার্থক

৭৭. বাংলা ভাষায় সমার্থক শব্দ বেশি হওয়ার একটি বিশেষ কারণ—
উত্তর:
সংস্কৃত, আরবি-ফারসি, ইংরেজি প্রভৃতি ভাষার প্রভাব

৭৮. এক অর্থে বহু শব্দের উপস্থিতি কাকে বলে?
উত্তর:
সমার্থকতা

৭৯. বহু অর্থে এক শব্দের উপস্থিতি কাকে বলে?
উত্তর:
বহুর্থকতা

৮০. বিপরীতার্থক শব্দকে আর কী বলা হয়?
উত্তর:
প্রতিশব্দ

৮১. ‘মাতৃভূমি’ শব্দে ‘মা’ ও ‘ভূমি’ মিলে কী অর্থ বোঝায়?
উত্তর:
অর্থবিস্তার

৮২. শব্দার্থতত্ত্বকে ইংরেজিতে কী বলে?
(ক) Syntax
(খ) Semantics
(গ) Morphology
(ঘ) Phonetics
উত্তর: (খ) Semantics

৮৩. শব্দার্থতত্ত্বে কী নিয়ে আলোচনা হয়?
(ক) শব্দের গঠন
(খ) শব্দের অর্থ
(গ) ধ্বনির উৎপত্তি
(ঘ) বাক্যের নিয়ম
উত্তর: (খ) শব্দের অর্থ

৮৪. সমার্থক শব্দ কী?
(ক) এক অর্থে বহু শব্দ
(খ) বহু অর্থে এক শব্দ
(গ) বিপরীতার্থক শব্দ
(ঘ) বিদেশি শব্দ
উত্তর: (ক) এক অর্থে বহু শব্দ

৮৫. বিপরীতার্থক শব্দ কী?
(ক) একই শব্দের বহু অর্থ
(খ) বিপরীত অর্থের শব্দ
(গ) বিদেশি শব্দ
(ঘ) বিশেষণ শব্দ
উত্তর: (খ) বিপরীত অর্থের শব্দ

৮৬. বহুর্থক শব্দ কাকে বলে?
(ক) এক অর্থবিশিষ্ট শব্দ
(খ) বহু অর্থবিশিষ্ট শব্দ
(গ) বিদেশি শব্দ
(ঘ) সমার্থক শব্দ
উত্তর: (খ) বহু অর্থবিশিষ্ট শব্দ

৭. ‘মুখ’ শব্দের একাধিক অর্থ রয়েছে। এটি কোন শ্রেণির উদাহরণ?
উত্তর:
বহুর্থক শব্দ

৮. ‘কলম’ শব্দে কলম গাছ ও লেখার কলম—এ উদাহরণ কোনটি?
উত্তর:
বহুর্থকতা

৯. ‘জ্যোতিষ্ক ́ ও ‘তারকা’—এরা কী ধরনের শব্দ?
উত্তর:
সমার্থক

৯০. ‘শুভ ́ ও ‘অশুভ’—এরা কী ধরনের শব্দ?
উত্তর:
বিপরীতার্থক

৯১. ‘জল’ ও ‘পানি’—এরা কী ধরনের শব্দ?
উত্তর:
সমার্থক

৯২. ‘চুরি’ ও ‘ডাকাতি’ শব্দ দুটি—
উত্তর:
নিকটাৰ্থক শব্দ

৯৩. বাংলা ভাষায় সমার্থক শব্দের সংখ্যা বেশি হওয়ার প্রধান কারণ—
উত্তর:
তৎসম, তদ্ভব, দেশজ ও বিদেশি শব্দের মিলন

৯৪. ‘আকাশ’ ও ‘গগন’–এ উদাহরণ কোনটি?
উত্তর:
সমার্থক

৯৫. ‘অগ্নি’ ও ‘জল’- ‘—এ উদাহরণ কোনটি?
উত্তর:
বিপরীতার্থক

৯৬. ‘চোখ’ শব্দটি ‘দৃষ্টি’ অর্থে ব্যবহৃত হলে তাকে কী বলে?
উত্তর:
রূপক ব্যবহার

৯৭. শব্দার্থতত্ত্বে এক শব্দ থেকে অন্য শব্দের অর্থবিস্তারকে কী বলে?
উত্তর:
অর্থবিকাশ

৯৮. ‘বাঘ’ শব্দটি সাহসী মানুষ বোঝাতে ব্যবহৃত হলে তা কোন অর্থ?
উত্তর:
রূপক অর্থ

৯৯. ‘মরাল’ শব্দে নৈতিকতা বোঝালে তা কোন অর্থ?
উত্তর:
ভাবার্থ

আরো পড়ুন

HS 3rd Semester Geography Suggestion 2025 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল সাজেশন ২০২৫

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment