প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা HS 3rd Semester Geography Suggestion 2025 উপস্থাপন করেছি। উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা পরিক্ষায় মোট ৪০ নম্বরের MCQ থাকবে। এই সাজেশনটির পাশাপাশি তোমরা টেক্সট বইটি খুঁটিয়ে পড়বে।
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার সাজেশন ২০২৫
বিষয় – ভূগোল
HS 3rd Semester Geography Suggestion 2025
1. ওয়েগনারের মহীসঞ্চরণ তত্ত্ব প্রথম কোন সালে প্রকাশিত হয়েছিল?
A) ১৯০৫ খ্রিস্টাব্দ
B) ১৯১২ খ্রিস্টাব্দ
C) ১৯২০ খ্রিস্টাব্দ
D) ১৯৩০ খ্রিস্টাব্দ
উত্তর: B) ১৯১২ খ্রিস্টাব্দ
2. মধ্য-আটলান্টিক রিজ কী ধরনের প্রমাণ দেয়?
(A) প্লেট সঞ্চরণ
(B) আগ্নেয়গিরির উদ্গীরণ
(C) সমুদ্র বিস্তৃতি
(D) উপসঞ্চরণ
উত্তর: (C) সমুদ্র বিস্তৃতি
3. ওয়েগনারের মতে মহাদেশীয় সঞ্চালনের শক্তি হল –
(A) করিওলিস বল
(B) বহির্জাত শক্তি
(C) অন্তর্জাত শক্তি
(D) প্লবতা ও জোয়ারি শক্তি
উত্তর: (D) প্লবতা ও জোয়ারি শক্তি
4. ওয়েগনার মহীসঞ্চরণ তত্ত্ব অনুযায়ী সমস্ত মহাদেশ এক সময় একত্রে মিলিত অবস্থায় ছিল, সেই সুপার মহাদেশের নাম কী?
A) লরেশিয়া
B) প্যানজিয়া
C) গন্ডোয়ানা
D) ইউরেশিয়া
উত্তর: B) প্যানজিয়া
5. মহীসঞ্চরণ তত্ত্ব প্রমাণের জন্য ওয়েগনার কোন প্রমাণকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছিলেন?
A) জলবায়ুগত প্রমাণ
B) জীবাশ্ম প্রমাণ
C) ভূতাত্ত্বিক প্রমাণ
D) সমুদ্রস্রোতের প্রমাণ
উত্তর: B) জীবাশ্ম প্রমাণ
6. ওয়েগনারের তত্ত্ব অনুযায়ী প্যানজিয়া ভেঙে দুটি প্রধান অংশে বিভক্ত হয়েছিল। এই দুই অংশের নাম কী?
A) ইউরেশিয়া ও আফ্রিকা
B) লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ড
C) এশিয়া ও আমেরিকা
D) আটলান্টিকা ও প্যাসিফিকা
উত্তর: B) লরেশিয়া ও গন্ডোয়ানা ল্যান্ড
7. নদী তার বহনক্ষমতা কমে গেলে কী সৃষ্টি হয়?
A) গিরিখাত
B) বালির চর
C) জলপ্রপাত
D) উপত্যকা
উত্তর: B) বালির চর
8. হিমবাহের পুঞ্জিত ক্ষয়ের ফলে কোন ভূ-রূপ সৃষ্টি হয়?
A) মোরেইন
B) গিরিখাত
C) কারস্ট গুহা
D) প্লাবনভূমি
উত্তর: A) মোরেইন
9. নদীর মুখে পুঞ্জিত ক্ষয়ের ফলে কী সৃষ্টি হয়?
A) গিরিখাত
B) ডেল্টা
C) ল্যাগুন
D) হিমবাহ
উত্তর: B) ডেল্টা
10. ভৌম জলের রাসায়নিক ক্ষয়ের ফলে কোন ভূ-রূপ সৃষ্টি হয়?
A) মরুভূমির বালিয়াড়ি
B) কার্স্ট গুহা
C) উপকূলীয় খাড়ি
D) হিমবাহ
উত্তর: B) কার্স্ট গুহা
11. ভৌম জল সাধারণত কোন শিলার মধ্যে ক্ষয়কাজে সবচেয়ে বেশি সক্রিয়?
A) গ্রানাইট
B) ব্যাসল্ট
C) চুনাপাথর
D) শেল
উত্তর: C) চুনাপাথর
12. ভৌম জলের পুঞ্জিত ক্ষয়ের ফলে গুহার ছাদের নিচে যে ঝুলন্ত আকৃতি তৈরি হয় তাকে কী বলে?
A) স্তালাগটাইট
B) স্তালাকমাইট
C) সিনকহোল
D) ড্রামলিন
উত্তর: B) স্তালাগটাইট
13. গুহার মেঝেতে ভৌম জলের খনিজ পুঞ্জীভবনের ফলে যে স্তম্ভসদৃশ আকৃতি তৈরি হয় তাকে কী বলে?
A) স্তালাক্টাইট
B) স্তালাগ্লাইট
C) ড্রামলিন
D) গিরিখাত
উত্তর: B) স্তালাগ্নাইট
14. কাস্ট অঞ্চলে ভূমি হঠাৎ নিচে বসে গেলে যে গর্ত তৈরি হয় তাকে কী বলে?
A) সিনকহোল
B) গিরিখাত
C) প্লাবনভূমি
D) মরুভূমি
উত্তর: A) সিনকহোল
15. কাস্ট অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য কী?
A) আগ্নেয়গিরি
B) বালিয়াড়ি
C) গুহা ও সিনকহোল
D) মোরেইন
উত্তর: C) গুহা ও সিনকহোল
16. কাস্ট ভূ-রূপ প্রধানত কোন প্রক্রিয়ায় গঠিত হয়?
A) বায়ু ক্ষয়
B) রাসায়নিক ক্ষয়
C) হিমবাহ ক্ষয়
D) জোয়ার ভাটা
উত্তর: B) রাসায়নিক ক্ষয়
17. ঘনীভবন ঘটার জন্য বায়ুর কোন অবস্থা অপরিহার্য?
A) অতিশুষ্ক অবস্থা
B) শিশিরাঙ্কে পৌঁছানো
C) উচ্চ বায়ুচাপ
D) উষ্ণ বায়ুপ্রবাহ
উত্তর: B) শিশিরাঙ্কে পৌঁছানো
18. বায়ুমণ্ডলে ক্ষুদ্র ধূলিকণা বা ধোঁয়া যাদের উপর জলীয়বাষ্প ঘনীভূত হয়, তাদের কী বলে?
A) অ্যারোসল
B) নিউক্লিয়াস
C) মেঘকণা
D) শিশিরবিন্দু
উত্তর: B) নিউক্লিয়াস
19. শীতল রাত্রে ঘাসের পাতায় জলের ফোঁটা জমে গেলে তাকে কী বলে?
A) শিশির
B) তুষার
C) কুয়াশা
D) কুণ্ডলী
উত্তর: A) শিশির
20. ঘনীভবনের ফলে ভূপৃষ্ঠে বরফ স্ফটিক আকারে জল জমে গেলে তাকে কী বলে?
A) তুষারপাত
B) তুষারকণা
C) তুষার (Frost)
D) শিশির
উত্তর: C) তুষার (Frost)
21. নিম্নলিখিত কোনটি ঘনীভবনের উদাহরণ নয়?
A) শিশির
B) কুয়াশা
C) তুষারপাত
D) বালিয়াড়ি
উত্তর: D) বালিয়াড়ি
22. বিষুবীয় অঞ্চলে দুপুরে তীব্র উত্তাপের কারণে বায়ু উঠে গিয়ে যে বৃষ্টি হয় তাকে কী বলা হয়?
A) মৌসুমি বৃষ্টি
B) অরোগ্রাফিক বৃষ্টি
C) সংবহন বৃষ্টি
D) সম্মুখীয় বৃষ্টি
উত্তর: C) সংবহন বৃষ্টি
23. উষ্ণ বায়ু শীতল বায়ুর সাথে সংঘর্ষ হলে যে বৃষ্টি হয় তাকে কী বলা হয়?
A) অরোগ্রাফিক বৃষ্টি
B) মৌসুমি বৃষ্টি
C) সম্মুখীয় বৃষ্টি
D) বিক্ষিপ্ত বৃষ্টি
উত্তর: C) সম্মুখীয় বৃষ্টি
24. ভারতের মৌসুমি বৃষ্টি প্রধানত কোন ধরনের বৃষ্টিপাতের অন্তর্ভুক্ত?
A) সংবহন বৃষ্টি
B) অরোগ্রাফিক বৃষ্টি
C) সম্মুখীয় বৃষ্টি
D) তুষারপাত
উত্তর: B) অরোগ্রাফিক বৃষ্টি
25. বরফকণার আকারে যে বৃষ্টিপাত হয় তাকে কী বলা হয়?
A) শিশির
B) তুষারপাত
C) শিলাবৃষ্টি
D) কুয়াশা
উত্তর: B) তুষারপাত
26. জীবমণ্ডল বলতে কী বোঝায়?
A) পৃথিবীর স্থলভাগ
B) পৃথিবীর জলভাগ
C) পৃথিবীর বায়ুমণ্ডল
D) পৃথিবীর সেই স্তর যেখানে জীবের অস্তিত্ব আছে
উত্তর: D) পৃথিবীর সেই স্তর যেখানে জীবের অস্তিত্ব আছে
27. জীবমণ্ডলের সবচেয়ে বড় একক কী?
A) জনসংখ্যা
B) সমাজ
C) বাস্তুতন্ত্র
D) বায়োম
উত্তর: D) বায়োম
28. বাস্তুতন্ত্রে প্রধান শক্তির উৎস কোনটি?
A) আগুন
B) সূর্য
C) যাটি
D) জল
উত্তর: B) সূর্য
29. বাস্তুতন্ত্রের প্রযোজক (Producer) কারা?
A) প্রাণী
B) উদ্ভিদ
C) ব্যাকটেরিয়া
D) মানুষ
উত্তর: B) উদ্ভিদ
30. খাদ্যশৃঙ্খলের প্রথম পুষ্টিস্তরে কারা থাকে?
A) প্রযোজক
B) প্রাথমিক ভোক্তা
C) গৌণ ভোক্তা
D) সর্বোচ্চ ভোক্তা
উত্তর: A) প্ৰযোজক
31. খাদ্যশৃঙ্খলে ঘাস → ছাগল → বাঘ এই ক্রমে ছাগল কোন স্তরে অন্তর্ভুক্ত?
A) প্রযোজক
B) প্রাথমিক ভোক্তা
C) গৌণ ভোক্তা
D) তৃতীয় স্তরের ভোক্তা
উত্তর: B) প্রাথমিক ভোক্তা
32. খাদ্যশৃঙ্খলের মাধ্যমে কী প্রবাহিত হয়?
A) পুষ্টি ও শক্তি
B) শুধু জল
C) শুধু কার্বন
D) শুধু নাইট্রোজেন
উত্তর: A) পুষ্টি ও শক্তি
33. নিম্নলিখিত কোনটি খাদ্যশৃঙ্খলের উদাহরণ?
A) সূর্য → মাটি → জল
B) ঘাস → হরিণ → সিংহ
C) বাতাস → গাছ → নদী
D) পাহাড় → ঝর্ণা → সমুদ্র
উত্তর: B) ঘাস → হরিণ → সিংহ
34. খাদ্যজাল বলতে কী বোঝায়?
A) একটি সোজা খাদ্যশৃঙ্খল
B) একাধিক খাদ্যশৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক
C) খাদ্য সংরক্ষণ প্ৰক্ৰিয়া
D) খাদ্যের রাসায়নিক বিশ্লেষণ
উত্তর: B) একাধিক খাদ্যশৃঙ্খলের পারস্পরিক সম্পর্ক
35. বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা কিসের উপর নির্ভরশীল?
A) খাদ্যশৃঙ্খল
B) খাদ্যজাল
C) পুষ্টি চক্র
D) কেবলমাত্র ভোক্তা প্ৰাণী
উত্তর: B) খাদ্যজাল
36. কোনো অঞ্চলের প্রতি একক ক্ষেত্রফলে জনসংখ্যার সংখ্যা কী নামে পরিচিত?
A) জন্মহার
B) মৃত্যুহার
C) জনঘনত্ব
D) জনতত্ত্ব
উত্তর: C) জনঘনত্ব
37. ভারতের ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী জনঘনত্ব কত ছিল?
A) ৩৮২ জন/বর্গকিমি
B) ৪৫০ জন/বর্গকিমি
C) ৩০০ জন/বর্গকিমি
D) ২৯৫ জন/বর্গকিমি
উত্তর: A) ৩৮২ জন/বর্গকিমি
38. প্রতি হাজার জনসংখ্যার মধ্যে বছরে কতজন শিশু জন্ম নেয়, তাকে কী বলে?
A) মৃত্যুহার
B) জন্মহার
C) বৃদ্ধিহার
D) পরিব্রাজন হার
উত্তর: B) জন্মহার
39. প্রতি হাজার জনসংখ্যার মধ্যে বছরে কতজন যারা যায়, তাকে কী বলে?
A) মৃত্যুহার
B) জন্মহার
C) বৃদ্ধিহার
D) পরিব্রাজন হার
উত্তর: A) মৃত্যুহার
40. জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় করতে হলে কী বিবেচনা করতে হয়?
A) জন্মহার ও মৃত্যুহার
B) পরিব্রাজন ও জলবায়ু
C) শিল্প ও কৃষি
D) আয় ও কর্মসংস্থান
উত্তর: A) জন্মহার ও মৃত্যুহার
41. গ্রাম থেকে শহরে জনসংখ্যার স্থানান্তরকে কী বলা হয়?
A) আন্তর্জাতিক পরিব্রাজন
B) নগরায়ণ
C) অভ্যন্তরীণ পরিব্রাজন
D) গ্রামীণ ঘনত্ব
উত্তর: C) অভ্যন্তরীণ পরিব্রাজন
42. ভারত থেকে বিদেশে শ্রমিকের স্থানান্তর কোন ধরণের পরিব্রাজনের উদাহরণ?
A) অভ্যন্তরীণ
B) আন্তর্জাতিক
C) মৌসুমি
D) গ্রামীণ
উত্তর: B) আন্তর্জাতিক
43. কোনো দেশের জনসংখ্যার বয়সভিত্তিক বিন্যাসকে কী বলা হয়?
A) জন্মহার
B) বয়স কাঠামো
C) জনঘনত্ব
D) মৃত্যুহার
উত্তর: B) বয়স কাঠামো
44. “জনসংখ্যা পিরামিড” প্রধানত কী নির্দেশ করে?
A) ভূমি ব্যবহার
B) বয়স ও লিঙ্গ কাঠামো
C) জনঘনত্ব
D) খাদ্যশৃঙ্খল
উত্তর: B) বয়স ও লিঙ্গ কাঠামো
45. ভারতে প্রতি ১০০০ পুরুষে মহিলার সংখ্যাকে কী বলা হয়?
A) জনঘনত্ব
B) লিঙ্গ অনুপাত
C) বয়স কাঠামো
D) জন্মহার
উত্তর: B) লিঙ্গ অনুপাত
46. যেখানে মানুষের বসতি তুলনামূলকভাবে ছড়ানো ও কৃষিনির্ভর, তাকে কী বলা হয়?
A) নগর জনবসতি
B) গ্রামীণ জনবসতি
C) শিল্প জনবসতি
D) সাময়িক জনবসতি
উত্তর: B) গ্রামীণ জনবসতি
47. গ্রামীণ জনবসতির প্রধান বৈশিষ্ট্য কোনটি?
A) কৃষি নির্ভরতা
B) বৃহৎ জনঘনত্ব
C) বহুতল ভবন
D) শিল্প ও বাণিজ্য
উত্তর: A) কৃষি নির্ভরতা
48. যেখানে মানুষের বসতি ঘন, শিল্প, বাণিজ্য, শিক্ষা ও পরিবহনকেন্দ্র গড়ে ওঠে, তাকে কী বলা হয়?
A) গ্রামীণ জনবসতি
B) নগর জনবসতি
C) সামুদ্রিক জনবসতি
D) অস্থায়ী জনবসতি
উত্তর: B) নগর জনবসতি
49. পৌর জনবসতি বলতে কী বোঝায়?
A) অস্থায়ী গ্রাম
B) শহর বা নগর এলাকা
C) পাহাড়ি জনবসতি
D) মরুভূমির জনবসতি
উত্তর: B) শহর বা নগর এলাকা
50. ভারতের আদমশুমারি অনুযায়ী কোন জনসংখ্যার ঊর্ধ্বে এলাকাকে “নগর জনবসতি” বলা হয়?
A) ৩,০০০
B) ৫,০০০
C) ১০,০০০
D) ১৫,০০০
উত্তর: C) ১০,০০০
আরো পড়ুন
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।