প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে আমরা HS 3rd Semester History Suggestion 2025 উপস্থাপন করেছি। উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইতিহাস পরিক্ষায় মোট ৪০ নম্বরের MCQ থাকবে। এই সাজেশনটির পাশাপাশি তোমরা টেক্সট বইটি খুঁটিয়ে পড়বে।
HS 3rd Semester Suggestion 2025
বিষয় – ইতিহাস
HS 3rd Semester History Suggestion 2025
1. কবীর শিষ্য ছিলেন –
উত্তর : রামানন্দের
2. পারস্যের পর্যটকের নাম হল –
উত্তর : আবদুর রজ্জাক
3. বাহমনি রাজ্যে দেশীয় অভিজাতদের বলা হত –
উত্তর : দক্ষিণী
4. নিকালো কন্টি কোন দেশের পর্যটক ছিলেন?
উত্তর : ইতালি
5. দুয়ার্তে বারবোসা কোন দেশের পর্যটক ছিলেন?
উত্তর : পোর্তুগাল
6. দোঁহা রচনা করেন –
উত্তর : কবীর
7. সুফীবাদে শিষ্যকে কী বলা হত?
উত্তর : মুরিদ
8. রাণীহাটির যুদ্ধ (১৫৬৫ খ্রিস্টাব্দ) একটা পক্ষের নাম –
উত্তর : বিজয়নগর
9. ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন?
উত্তর : মৈনউদ্দিন চিস্তি
10. সুফীরা “হঠযোগ” শিখেছিল –
উত্তর : নাথপন্থীদের কাছে
11. “চৈতন্যচরিতামৃত” গ্রন্থটি রচনা করেন –
উত্তর : কৃয়দাস কবিরাজ
12. বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন?
উত্তর : ফিরোজ শাহ
13. “বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র” বলা হত –
উত্তর : নবদ্বীপকে
14. বাণীহাটির যুদ্ধ হয়েছিল –
উত্তর : 1565 খ্রিস্টাব্দে
15. সংগম বংশের শেষ রাজা ছিলেন –
উত্তর : বিরুপাক্ষ
16. মামুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন?
উত্তর : তৃতীয় মহম্মদ
17. “আমুক্তমাল্যদা” গ্রন্থটির ভাষা হল –
উত্তর : তামিল
18. দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন –
উত্তর : হাসান গাঙ্গু
19. বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়।
উত্তর : 1336 খ্রিস্টাব্দে
20. ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল?
উত্তর : হল্যান্ড
21. পর্তুগিজরা “ব্ল্যাকগোল্ড” বলতো –
উত্তর : গোলমরিচকে
22. ইনকা সভ্যতা ধ্বংস করেন।
উত্তর : ফ্রান্সিসকো পিজারো
23. “নতুন বিশ্ব” নামকরণ করেন –
উত্তর : ইতালীয় অভিযাত্রী আমেরিগো ভেসপুচি
24. “অবাধ বাণিজ্য নীতি”-র একজন প্রবক্তা হলেন –
উত্তর : অ্যাডাম স্মিথ
25. পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম –
উত্তর : ইন্দোনেশিয়া
26. “Imperialism – A study” গ্রন্থটি লেখেন –
উত্তর : জে এ হবসন
27. টিউটনিক জাতির অংশ হল –
উত্তর : জার্মানরা
28. ম্যাকাও বন্দর অবস্থিত –
উত্তর : চীনে
29. গন্ডামাকের সন্ধি হয়েছিল।
উত্তর : 1879 খ্রিস্টাব্দে
30. “মনরো নীতি” প্রণয়ন করে।
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র
31. ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল –
উত্তর : 1826 খ্রিস্টাব্দে
32. প্রথম ভারতীয় ICS-এর নাম হল।
উত্তর : সত্যেন্দ্রনাথ ঠাকুর
33. কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিল –
উত্তর : বেলজিয়াম
34. 1773 সালের রেগুলেটিং আইন তৈরি হয়।
উত্তর : ওয়ারেন হেস্টিংস এর আমলে
35. “জুডিশিয়াল মার্ডার”-এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম –
উত্তর : আইন বিভাগ
36. প্রথম গভর্নর জেনারেল ছিলেন।
উত্তর : ওয়ারেন হেস্টিংস
37. আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন –
উত্তর : ক্যার্নিং
38. এলিজা ইম্পে ছিলেন –
উত্তর : প্রধান বিচারপতি
Read Also
HS 3rd Semester Geography Suggestion 2025 | উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ভূগোল সাজেশন ২০২৫
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।