In this post we published HS Geography Suggestion 2022 West Bengal Board. এই আর্টিকেলে আমরা উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন 2022 WBCHSE নিয়ে এসেছি। ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এবার 2 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। এখানে আমরা ২০২২ উচ্চমাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য Last Minute Suggestion নিয়ে এসেছি। এখানকার প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং খুবই মনোযোগ দিয়ে তোমরা নীচের প্রশ্নগুলির উত্তর পড়ে রাখবে। প্রশ্নগুলি পড়ে রাখলে খুবই ভালো নম্বর নিয়ে তোমরা পাশ করতে পারবে।
HS Geography Suggestion 2022
প্রাকৃতিক ভূগােল
ভৌম জলের কাজ :-
১)কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপ ?
২)পর্যায়ন এর মাধ্যম গুলাে কি কি ?
৩)পার্থক্যঃ
ক)অবরােহন ও আরােহন
খ) অ্যাকুইকুড ও অ্যাকুইফার
গ)স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট
মৃত্তিকা :-
১)মৃত্তিকা সৃষ্টিতে ভূপ্রকৃতি, আদি শিলা ও জলবায়ুর প্রভাব ?
২)মৃত্তিকা পরিলেখ ও PH কাকে বলে?
৩)এলুভিয়েশন ও ইলুভিয়েশন এর পার্থক্য?
বায়ুমণ্ডলীয় গােলযােগে :-
১)ক্রান্তীয় ও নাতিশীতােষ্ণ ঘূর্ণবাত এর উৎপত্তি পর্যায় লেখ?
২) মৌসুমী বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক ?
৩)পার্থক্যঃ
ক)ক্রান্তীয় ও নাতিশীতােষ্ণ ঘূর্ণবাত l
খ)ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত l
গ) উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্ত l
জলবায়ুর শ্রেনীবিভাগ :-
১)মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য?
জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ :-
১)জলজ উদ্ভিদ ও মরু উদ্ভিদের অভিযােজন গত বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ করাে ?
২)হ্যালােফাইটের অভিযােজন গত বৈশিষ্ট্য লেখ?
জলবায়ুগত পরিবর্তন :-
১) ওজন হ্রাসের প্রভাব?
২)গ্রীন হাউস এফেক্ট এর প্রভাব ?
৩)জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা
জীব বৈচিত্র্য :-
১)জীব বৈচিত্র্যের গুরুত্ব ?
২)জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব ?
৩)জীব-বৈচিত্র্য বিলুপ্তির কারণ ?
৪)ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণের পার্থক্য?
৫)সংজ্ঞাঃ আলফা, বিটা ও গামা বৈচিত্র্য, জিনগত, প্রজাতিগত ও বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য?
অর্থনৈতিক ভূগােল
কৃষিকাজ :-
১)শস্যাবর্তন কৃষি,শস্য প্রগাঢ়তা ও শস্য সমন্বয় কাকে বলে?এর গুরুত্ব লেখ?
২)সবুজ বিপ্লব, নীল বিপ্লবের গুরুত্ব?
৩)শ্রীলঙ্কা নারকেল চাষে ও চা চাষে উন্নত কেন ?
৪)দক্ষিণ ভারত কফি চাষের উন্নত কেন?
৫)ভারতে বাজারকেন্দ্রিক উদ্যান কৃষির বৈশিষ্ট্য ও উন্নতির কারণ ?
৬)নিবিড় কৃষি জীবিকা ভিত্তিক কেন ?
৭)ব্যাপক কৃষি রপ্তানি নির্ভর কেন?
শিল্প :-
১)আইসােটিম ও আইসােডােপেন কি?
২)খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ এবং সুবিধা ও অসুবিধা লেখ ?
৩)পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প / রেডিমেড শিল্প গড়ে ওঠার কারণ ?
৪)ভারতে /কানাডাতে কাগজ শিল্প গড়ে ওঠার কারণ ?
৫)মালয়েশিয়াতে রাবার শিল্পের উন্নতির কারণ ?
৬)ব্রাজিলের রবার শিল্পের সমস্যা ?
৭)কাঁচামালের অভাবে থাকা সত্ত্বেও জাপানের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ ?
৮)জাপানের লৌহ ইস্পাত শিল্প গুলি বন্দর কেন্দ্রিক কেন?
৯)পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার কারণ?
১০) উদীয়মান শিল্প কাকে বলে ও কেন?
জনসংখ্যা :-
১)বিবর্তনের মডেলের পর্যায়?
২)জনসংখ্যা অসম বন্টন এর কারন?
৩)কাম্য জনসংখ্যার বৈশিষ্ট্য ?
৪)জনসংখ্যা বন্টনের পরিব্রাজন এর প্রভাব?
৫) জনঘনত্ব ও মানুষ জমি অনুপাত এর পার্থক?
জনবসতি :-
১)গােষ্ঠীবদ্ধ ও বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ ?
২)ভারতের নগরায়নের সমস্যা?
৩)শহরের কর্মভিত্তিক শ্রেণীবিভাগ?
৪) আদমশুমারি অনুযায়ী পৌর বসতি শ্রেণীবিভাগ?
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।